বিশ্বকাপ জয়ের মিছিলে কুমিল্লায় শিশুর প্রাণহানি
১৯ ডিসেম্বর ২০২২মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া এলাকার কুমিল্লা-নোয়াখালী সড়কে রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন৷
নিহত শিশু মোহাম্মদ শাওন ওই গ্রামের বড় বাড়ির বাসিন্দা পত্রিকা বিক্রেতা মিলন মিয়ার ছেলে এবং খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো৷
এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক অন্তরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকার একদল তরুণদের সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছিলো শাওন৷ আর্জেন্টিনার জয়ের পর দলটির ভক্ত-সমর্থকরা আনন্দ মিছিল বের করে৷ ওই বিজয় মিছিলে শাওনও ছিলো৷
মিছিলটি কুমিল্লা-নোয়াখালী সড়ক ঘুরে খিলা বাজারের দিকে আসার পথে একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দিলে সে সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এসআই ফারুক৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)