1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেটের দপ্তরটি মুম্বাইতে স্থানান্তরের প্রশ্নে মতানৈক্য

১৯ মে ২০০৯

বিশ্বকাপ ক্রিকেট ২০১১-র আয়োজক কমিটির সদর দপ্তরটি মুম্বাইতে স্থানান্তর করার সিদ্ধান্তকে স্থগিত করেছে পাকিস্তান৷ পিসিবির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে লাহোরের দেওয়ানি আদালতে এই আদেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ ইউনিস আনিস৷

https://p.dw.com/p/HtZ1

পাকিস্তানে নিরাপত্তার অভাব সংক্রান্ত কারণে লাহোরে অবস্থিত বিশ্বকাপ সাংগঠনিক কমিটির দপ্তরটি ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি৷ গত ২৮-শে এপ্রিল মুম্বাইতে অনুষ্ঠিত এক সভায় ঐ সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু, সিদ্ধান্তটির বিরুদ্ধে গত সপ্তাহে একটি মামলা দায়ের করে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি৷ দৃশ্যত, সেই মামলায় আইসিসি, আইসিসি-র বাণিজ্যিক শাখা আইডিআই, বিশ্বকাপ ২০১১-র টুর্নামেন্ট ডিরেক্টর এবং তার সাংগঠনিক কমিটিকেও অন্তর্ভুক্ত করা হয়৷

মামলাটির প্রাথমিক শুনানির পর, গত সোমবার লাহোরের ঐ দেওয়ানি আদালত টুর্নামেন্ট ডিরেক্টরকে নির্দেশ দেয় যে, পরবর্তী শুনানির আগ পর্যন্ত বিশ্বকাপ সাংগঠনিক কমিটির দপ্তর লাহোর থেকে অন্য কোনো শহর বা দেশে স্থানান্তর করা হবে না৷ তবে এরপর আইসিসি-র প্রেসিডেন্ট ডেভিড মর্গান পিসিবি-র চেয়ারম্যান ইজাজ বাট-কে এহেন এক তরফা সিদ্ধান্ত না নেওয়ার জন্য আহ্বান জানান৷ জানিয়েছেন পিসিবি-র আইন উপদেষ্টা তাফাজ্জল রিজভি৷

উল্লেখ্য, এখনও পর্যন্ত যা খবর, তাতে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে সেমি ফাইনাল ও ফাইনাল সহ ভারতে ২৯-টি, শ্রীলংকায় ১২-টি এবং বাংলাদেশে মোট ৮-টি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হবে৷

প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক