1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেট ২০১১: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ

১০ নভেম্বর ২০০৯

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর পর্দা উঠবে ঢাকায় ১৭ ফেব্রুয়ারি৷ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক দুই দিন পরেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে ২০১১ বিশ্বকাপের দুই আয়োজক দেশ ভারত এবং বাংলাদেশ৷

https://p.dw.com/p/KSJX
বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর লোগো

প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে ঢাকায়৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল - আইসিসি সোমবার এসব তথ্য প্রকাশ করেছে৷ এছাড়া অন্যান্য সকল ম্যাচের তালিকা ঘোষণা করল আইসিসি৷ আইসিসি'র প্রধান নির্বাহী হ্যারুন লর্গাট বলেন, এই ঘোষণার একটি সুস্পষ্ট নির্দেশক যে, আমরা এই গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্টটি আয়োজনে সঠিকমাত্রায় এগিয়ে যাচ্ছি, যেই ইভেন্টের মাধ্যমে আমাদের সদস্য দলগুলো পরস্পরের সাথে ক্রীড়াযুদ্ধে উপনীত হবে৷

ভারতের আটটি মাঠে অনুষ্ঠিত হবে ২৯টি ম্যাচ৷ শ্রীলঙ্কার তিনটি মাঠে হবে ১২টি ম্যাচ এবং বাংলাদেশের দু'টি মাঠে ম্যাচ হবে আটটি৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচসহ ছয়টি ম্যাচ৷ এছাড়া দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে৷

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজন ২০০৭ সালের ক্যারিবীয় আয়োজনের চেয়ে এক সপ্তাহ কম সময় ধরে হচ্ছে৷ এছাড়া গত মৌসুমের চেয়ে দু'টি ম্যাচও কম হচ্ছে ২০১১ সালে৷ ২০১১ সালে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় মোট ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে৷ ৪৩ দিন ব্যাপী এই বিশাল আয়োজনের ফাইনাল খেলা হবে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই এর ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল৷

১৪ জাতির এই ক্রীড়া ইভেন্টের দল সমূহকে ‘এ‘ এবং ‘বি‘ - এই দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ উভয় গ্রুপ থেকে শীর্ষ চারটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে৷ গ্রুপ ‘এ'তে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং দুই কোয়ালিফায়ার ক্যানাডা ও কেনিয়া৷ অন্যগ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়