1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হারিয়ে ক্ষতিপূরণ চাইছে পাকিস্তান

সঞ্জীব বর্মন১৮ এপ্রিল ২০০৯

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের যৌথ দায়িত্ব পেয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ৷ কিন্তু নিরাপত্তার কারণে সেই দায়িত্ব হারানোর ফলে প্রায় ১ কোটি ডলার অঙ্কের লোকসানের আশঙ্কা করছে পাকিস্তান৷

https://p.dw.com/p/HZkf
লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের উপর সন্ত্রাসী হামলা পাকিস্তানে ক্রিকেটের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে৷ছবি: picture-alliance/ dpa

নিরাপত্তা পরিস্থিতির ক্ষেত্রে অনিশ্চয়তার কারণ দেখিয়ে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সালিম আলতাফ শনিবার পাকিস্তানের ক্ষয়ক্ষতির একটা খতিয়ান তুলে ধরেছেন৷ তাঁর হিসেব অনুযায়ী আইসিসি’র সিদ্ধান্তের ফলে পাকিস্তানের কমপক্ষে প্রায় ১ কোটি ৫ লক্ষ ডলার ক্ষতি হবে৷ আইসিসি আয়োজক দেশকে প্রতি ম্যাচের জন্য সাড়ে ৭ লক্ষ ডলার দিয়ে থাকে৷ মূল পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের মোট ১৪টি ম্যাচ আয়োজনের কথা ছিল৷ ভারত ২২, শ্রীলঙ্কা ৯ এবং বাংলাদেশের ৬টি ম্যাচ আয়োজনের কথা ছিল৷ এবার পাকিস্তান থেকে ১৪টি ম্যাচ বাকি দেশগুলির মধ্যে বণ্টন করা হবে৷

অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট টিম পাকিস্তান সফর বাতিল করায় চলতি বছর আর্থিক লোকসানের মাত্রা ইতিমধ্যেই ৪ কোটি ডলার৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র থেকে এই হিসেব জানানো হয়েছে৷