1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন নিয়ে পাঠকদের ভাবনা

২৭ সেপ্টেম্বর ২০১৭

‘‘হিন্দু মুসিলম সব জাতি মিলেমিশে কাজ করে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবো এবং সারা বিশ্ববাসীকে বলবো, ‘আমরা বাংলাদেশি'' এই মন্তব্যটি করেছেন একজন পাঠক ফেসবুক পাতায় বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে৷ ভিন্ন মতও রয়েছে অনেকের৷

https://p.dw.com/p/2koTm
Gebet zum islamischen Opferfest
ছবি: picture-alliance/dpa

রায়হান ভুইয়া সম্পর্কে তাঁর নিজের মতামত জানাতে গিয়ে ভারতের সাথে বাংলাদেশের তুলনা করে লিখেছেন,‘‘বাংলাদেশ ভারতের চাইতে অনেক বেশিঅসাম্প্রদায়িক৷ এখানে হিন্দুরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে আর ভারতের মুসলিমরা তা করতে পারে না৷''

আর সোনিয়া শারমিন খুব গর্ব করে জানিয়েছেন, ‘‘হিন্দু মুসিলম সব জাতি মিলেমিশে কাজ করে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবো এবং সারা বিশ্ববাসীকে বলবো, ‘আমরা বাংলাদেশি'৷''

তবে পাঠক দীপক মিত্রের মন্তব্য  ‘বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মধ্যে সম্প্রীতি ছিলো না আজও নেই৷'

আর একেবারে উল্টো ধারণা নাঈম ইসলামের ৷ তিনি ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন,‘‘বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি ছিল এবং আছে, এমনটা আর কোনো দেশে নেই৷''  তিনি মনে করেন অন্য অনেক দেশই নাকি এ ব্যাপারে বাংলাদেশ থেকে  শিক্ষা নিতে পারে৷ 

তবে রনি শিকদার একটু ভিন্ন কথা জানিয়েছেন৷ তার মতে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে যে সম্পীতি ছিলো তা আগের চেয়ে বেড়েছে৷

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার'- এই মন্তব্য আহসান হাবিবের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য