1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয়ী মহাজোটকে আন্তর্জাতিক মহলের অভিনন্দন

হাফসা হোসাইন৩০ ডিসেম্বর ২০০৮

বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ৷

https://p.dw.com/p/GPTb
দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন দেশ৷ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি বলেছেন, দুদেশের জনগণের পারস্পরিক মঙ্গলের লক্ষ্যে নতুন সরকার এবং জনগণের সঙ্গে ভারত আসন্ন বছরগুলোতেও কাজ করতে চায়৷ অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি৷ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়কে বিপুল এবং চমৎকার পারফর্মেন্স বলে উল্লেখ করেছেন তিনি৷

এবারের নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সফল বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র গর্ডন ডুগিড এক বিবৃতিতে অভিনন্দন জানিয়ে বলেছেন, নির্বাচনের এই সাফল্য সব বাংলাদেশীর জন্যই গর্বের বিষয়৷ ভোটার উপস্থিতির উচ্চ হারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের তীব্র আকাঙ্খারই প্রতিফলন ঘটেছে৷

এবারের নির্বাচনে দেশী-বিদেশী আড়াই লাখেরও বেশি পর্যবেক্ষক ছিলেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন তারাও৷ নির্বাচনের সব প্রক্রিয়াই সঠিকভাবে মানা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা৷ নির্বাচনে ইইউ-র ১৫০ সদস্যের পর্যবেক্ষক দল ছিলো৷ ইইউ-র প্রধান পর্যবেক্ষক, ইউরোপীয় পার্লামেন্টে জার্মান উদারপন্থী দলের সাংসদ কাউন্ট আলেক্সান্ডার লাম্বসডর্ফ জানিয়েছেন, নির্ভুল উপায়ে ভোট গণনা হয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তা চলেছে৷ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি লক্ষ্যণীয়৷ জার্মান রেডিও-কে তিনি আরো বলেছেন, নির্বাচনে পরাজিতরা ফলাফল মেনে নেয় কিনা এবং বিজয়ীরা কোন পন্থা অবলম্বন করে এখন সেটাই দেখার বিষয়৷ তিনি জোর দিয়ে বলেছেন, মধ্যপন্থী ইসলামী দেশ হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়টি ইউরোপের স্বার্থেও গুরুত্বপূর্ণ৷

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশীদের মতামত সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট৷ সংগঠনের পর্যবেক্ষক দলের প্রধান কন্সট্যান্স ব্যারি নিউম্যান বলেছেন, রাজনৈতিক দল, প্রার্থী এবং সব জনগণেরই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করা উচিত৷