1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি হত্যা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ ডিসেম্বর ২০১২

চলতি বছরের প্রথম ১১ মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হয়েছে৷ যা গত বছরের ১২ মাসের তুলনায় বেশি৷ এ অবস্থায় শনিবার ভোর রাতে আরো এক বাংলাদেশি নিহত হয়েছেন বিএসএফ-এর হাতে৷

https://p.dw.com/p/17B86
Indian Border Security Force soldiers patrol in the early morning fog along barbwire fence along the India Bangladesh border in Jaipur village near Agartala, capital of India?s northeastern state Tripura, Monday, Dec. 4, 2006. Security along the border has been intensified following Political instability and continuing violence in Bangladesh. India shares over 4,000 kilometers (2500 miles) border with Bangladesh. (AP Photo/Ramakanta Dey)
ছবি: AP

শরিবার ভোররাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে গুরুতর আহত হন গরু ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম৷ আহত অবস্থায় তাকে সঙ্গীরা কানাইডাঙ্গায় নিয়ে এলে তার মৃত্যু হয়৷ তিনি মহেশপুরের তেতুল তলা গ্রামের আবুল কাশেমের ছেলে৷ বিজিবি জানায় আনোয়ারসহ কয়েকজন ব্যবসায়ী সীমান্ত পার হয়ে গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়৷ চলতি বছরে এই নিয়ে বিএসএফ-এর হাতে মোট ৩৫ জন বাংলাদেশি নিহত হলেন৷ আর গত বছর নিহত হয়েছেন ৩১ জন৷ ভারত বার বার প্রতিশ্রুতি দেয়ার পর সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না, বরং বাড়ছে৷ এজন্য ‘অধিকার' এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আদিলুর রহমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতিকেই দায়ী করেন৷

তিনি ডয়চে ভেলেকে জানান, বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিরা এক দুর্বিসহ জীবন যাপন করছেন৷ সেখানে প্রতি চার দিনে একজন নিহত হন বিএসএফ-এর হাতে৷ আর হত্যাকাণ্ড ছাড়াও তারা বিএসএফ-এর হাতে নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন৷

তিনি মনে করেন, ভারতের কাছ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভানা কম৷ তাই বাংলাদেশকে এখন সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে তুলে প্রতিকার চাইতে হবে৷ তবে সেক্ষেত্রেও বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি শক্ত করতে হবে৷

‘অধিকার' এরর হিসেব অনুয়ায়ী ২০০০ সাল থেকে ১৩ বছরে সীমান্তে ৯৬৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন বিএসএফ-এর হাতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য