1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র অভিযোগ

৬ ফেব্রুয়ারি ২০১২

প্রধান বিরোধী দল বিএনপি'র গণ মিছিল কর্মসূচির সময় ও তার আগে ঢাকায় বাধা দেয়া এবং ঢাকার বাইরে নিহত হওয়ার ঘটনা তদন্তে নাগরিক তদন্ত কমিটি গঠন করেছে বিএনিপি৷ তাদের দাবি, পুলিশ সঠিক তদন্ত করবেনা বলেই তাদের এই উদ্যোগ৷

https://p.dw.com/p/13xji
Bangladesh Nationalist Party (BNP) Chairperson Begum Khaleda Zia
ছবি: Reuters

এর জবাবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, প্রতিটি ঘটনারই তদন্ত করছে পুলিশ এবং প্রতিটি ঘটনা নিয়েই মামলা হয়েছে৷ আর বিএনপি'র তদন্ত কমিটির কোন আইনগত বৈধতা নেই৷

Bangladesch BNP Demonstration
বিএনপি'র গণ মিছিল কর্মসূচিছবি: Reuters

বিএনিপির দাবি, শুধু গণমিছিলের সময় নয়, তার আগেও ঢাকা এবং ঢাকার বাইরে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন তাদের নেতা-কর্মীরা৷ আর গণমিছিলের সময় ঢাকার বাইরে তাদের দলের ৩ জনসহ ৫ নিহত হয়েছেন৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সোমবার সংবাদ সম্মেলনে দাবি করেন, এর কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত করতে পারবেনা পুলিশ৷ তাই সু্প্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া একটি নাগরিক তদন্ত কমিটি গঠন করেছেন৷ কমিটি শিগগিরই তাদের তদন্ত শুরু করবে৷

এর জবাবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, বিএনিপি'র এই তদন্ত কমিটির কোন আইনগত ভিত্তি নেই৷ ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি ঘটনারই তদন্ত করছে পুলিশ এবং প্রতিটি ঘটনা নিয়েই মামলা হয়েছে৷ পুলিশ নিরপেক্ষভাবেই প্রতিটি ঘটনার তদন্ত করছে৷

Bangladesch Demonstration Polizei
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপিছবি: Reuters

অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দাবি করেছেন, ১২ই মার্চের ‘চলো চলো ঢাকা চল' কর্মসুচি পুলিশ ও ব়্যাবকে দিয়ে বানচালের চেষ্টা করছে সরকার৷ তিনি সরকারকারকে এই তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান৷

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, তারা এখনো বিএনিপ'র ওই কর্মসূচি সম্পর্কে ভাবছেন না৷ তারা পূর্ণাঙ্গ কর্মসুচি পাওয়ার পর তাদের নিরাপত্তা এবং কিভাবে সহযোগিতা দেয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন৷

পুলিশের দাবি, তারা স্বাধীনভাবেই কাজ করছে৷ তাদের ওপর কোন রাজনৈতিক চাপ নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান