1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-জামায়েতের হরতালের প্রথম দিন প্রবল উত্তেজনা

৬ জুলাই ২০১১

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক আহত হয়েছেন৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই ঘটনাকে অনাকাঙ্খিত বলেছেন৷

https://p.dw.com/p/11prJ
Female police officers baton charge activists of Bangladesh main opposition Awami League during a general strike in Dhaka, Bangladesh, Wednesday, May 18, 2005. A general strike called Wednesday by the Awami League to protest the killing of an opposition politician shut down schools and shops and disrupted traffic across the Bangladeshi capital. (AP Photo/Alam Mohammad)
হরতালের প্রথমদিনে উত্তাপ ছড়িয়ে দিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের আহত হওয়ার ঘটনাছবি: AP

বিরোধী দলের টানা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিনে আজ উত্তাপ ছড়িয়ে দিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের আহত হওয়ার ঘটনা৷ সকালে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের পদযাত্রার নেতৃত্ব দিতে গিয়ে তিনি আহত হন৷ তার মাথা ফেটে রক্তাক্ত হয়৷

তাকে হাসপাতালে নেয়ার পর সেখানে এই ঘটনা নিয়ে কথা বলেন, বিএনপি'র সংসদ সদস্য আশরাফ উদ্দিন আহমেদ নিজাম৷ তিনি অভিযোগ করেন, পুলিশ তার ওপর আক্রমণ চালায় এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করে৷ তবে ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি৷ সংসদ ভবন এলাকায় এই ঘটনার সময় দায়িত্বপালনকারী পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হারুনুর রশীদ দাবি করেন সংসদ সদস্যদের হামলায় ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷ তারা গাড়িও ভাংচুর করেছেন৷

Bangladesh Nationalist Party student activists attack and damage a cab during a protest in Dhaka, Bangladesh, Monday, Aug. 25, 2008. Stone-throwing protesters clashed with riot police and smashed vehicles Monday to demand the release of Bangladesh's former Prime Minister Khaleda Zia, who is being held on corruption charges, news reports said. (AP Photo/Rahmat Sobhan)
দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা : বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: AP

এদিকে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় পুলিশ সকাল থেকেই অবরুদ্ধ করে রাখে৷ নেতা-কর্মীদের পার্টি অফিসের ভিতরে ঢুকতে দেয়া হয়নি৷ বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী জানান, মিছিল-পিকেটিং না করার পরও তাদের অবরুদ্ধ করে রাখা হয়৷

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের আহত হওয়ার ঘটনায় দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু৷ তিনি একে অনাকাঙ্খিত উল্লেখ করে বলেন, সব পক্ষকেই দায়িত্বশীল হতে হবে৷ তিনি জানান, পুলিশের বিরুদ্ধে বাড়াবাড়ির প্রমাণ পওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে৷ আর বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা৷

প্রথম দিনের হরতালে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম৷ গলির দোকান পাট খুললেও বড় মার্কেট বা শপিংমলগুলো ছিল বন্ধ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক