1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্নের রেকর্ড, রেয়ালের সুপার কাপ

৩০ আগস্ট ২০১২

স্প্যানিশ মিডফিল্ডার খাবিয়ের মার্টিনেসকে পাঁচ বছরের জন্য দলে ভেড়ালো বায়ার্ন মিউনিখ৷ এজন্য খরচ করতে হয়েছে ৪০ মিলিয়ন ইউরো, যেটা বুন্ডেসলিগার রেকর্ড৷

https://p.dw.com/p/1603o
ছবি: Getty Images

২৩ বছর বয়েসি মার্টিনেস এখনো ততটা জনপ্রিয়তা না পেলেও ভবিষ্যতে সে স্পেনের একজন তারকা খেলোয়াড় হতে পারে বলে মনে করছেন স্পেনের কোচ ভিনসেন্তে দেল বস্কে৷ বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হাইনৎস রুমেনিগেও বলেছেন যে, বস্কে তাঁকে বলেছে যে, মার্টিনেসের পেছনে টাকা খরচ করাটা যুক্তিসঙ্গত হবে৷

গত দুই বছর ধরে বায়ার্ন বুন্ডেসলিগার শিরোপা পায়নি৷ দেখা যাক, এবার মার্টিনেসকে দলে নিয়ে তারা সফল হতে পারে কিনা৷ আগামী রবিবার স্টুটগার্টের সঙ্গে খেলবে বায়ার্ন৷ এই ম্যাচ দিয়েই মার্টিনেসের বুন্ডেসলিগা যাত্রা শুরু হতে পারে৷

এদিকে, বুন্ডেসলিগার ক্লাব বরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি৷ কেননা বুধবার তারা ডায়নামো কিয়েভের সঙ্গে ২-১ গোলে জিতলেও তার আগে ঘরের মাঠে কিয়েভের কাছে হেরেছিল ৩-১ গোলে৷ ফলে নিজমাঠে বেশি গোল খাওয়ায় বাদ পড়তে হয়েছে জার্মান ক্লাব গ্লাডবাখকে৷

Real Madrid besiegt Barcelona im Supercup
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপ জিতেছে রেয়াল মাদ্রিদছবি: Reuters

জার্মান ফুটবলের পর এবার স্প্যানিশ ফুটবলের খবর৷ ১০ জনের দল বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপ জিতে নিয়েছে রোনালদোর রেয়াল মাদ্রিদ৷ প্রথম লেগের খেলায় বার্সেলোনার কাছে ৩-২ গোল হারলেও নিজেদের মাঠে রেয়াল বার্সাকে হারিয়ে দিয়েছে৷

খেলার শুরুতে ১১ ও ১৮ মিনিটে ইগুইয়ান ও রোনালদোর গোলে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ৷ এরপর ২৮ মিনিটে বার্সেলোনার আদ্রিয়ানো লাল কার্ড পান৷ ফলে বাকি সময়টা ১০ জন নিয়েই খেলতে হয়েছে বার্সাকে৷ তবে এরপরও প্রথমার্ধের শেষ মিনিটে ৩০ মিটার দূর থেকে চমৎকার বাঁকানো শটে ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি৷ এরপর দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোল করতে পারেনি৷

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য