1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে

৫ মার্চ ২০২৩

তিন ঘণ্টা চেষ্টার পর কক্সবাজারের উখিয়ায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷

https://p.dw.com/p/4OH1v
এই আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
এই আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ছবি: Mahmud Hossain Opu/AP/picture alliance

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে লাগা আগুন বিকেল সোয়া ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে৷ তাদের সাতটি ইউনিট কাজ করেছে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শিবিরের কী সংখ্যক বসতঘর পুড়েছে তার কোনো হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি৷

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে৷ মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে যায়

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আগুন একসময় আশপাশের ১০ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে৷

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, স্বেচ্ছাসেবীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন৷ এ আগুনে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম৷

তবে প্রথম আলো জানিয়েছে, পুড়ে যাওয়া ঘরবাড়ির মধ্যে অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পাঠদানের লার্নিং সেন্টার ও ত্রাণ বিতরণ কেন্দ্র রয়েছে৷

আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ৷ তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কামিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, এ ঘটনায় ১৪-১৫ বছর বয়সি এক রোহিঙ্গা কিশোরকে দেশলাইসহ আটক করা হয়েছে৷ এই কিশোরকে ঘরে আগুন দিতে দেখেছেন অনেকে৷ তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে জানা যাবে, এটি পরিকল্পিত বা নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না

২০২২ সালের ছবিঘর

এডিকে/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো, এপি, রয়টার্স)