1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

১১ মার্চ ২০১৩

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ৷ মিলানে ২-০ গোলে হেরে আসার পর নু ক্যাম্পে নিজেদের মাঠে বার্সাকে এবার দেখাতে হবে, তারা ‘মরিয়াও মরে নাই’৷

https://p.dw.com/p/17unt
ছবি: Reuters

এ বার্সা আর সে বার্সা নয় - সন্দেহটা অনেকের মনেই দানা বাঁধছে৷ প্রথমে গত ২০শে ফেব্রুয়ারি ইটালি গিয়ে এসি মিলানের কাছে দু'গোলে হার, যা ছিল কিনা একেবারেই অপ্রত্যাশিত৷ তারপর পর পর দু'বার চিরকালের প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের কাছে হার: একবার কিংস কাপে, একবার লা লিগার খেলায়৷

বার্সা যে ফর্মে নেই, তার একটা কারণ সম্ভবত কোচ টিটো ভিলানোভা'র অনুপস্থিতি৷ ভিলানোভা গলার ক্যান্সারের চিকিৎসার জন্য নিউ ইয়র্কে৷ কিন্তু সেটাই ফর্ম হারানোর একমাত্র কারণ হতে পারে না৷ হয়তো ইউরোপীয় তথা বিশ্ব ফুটবলের সেরা ক্লাব হিসেবে নতুন মান সৃষ্টি করার পর স্বভাবতই একটা মন্দা আসে, যেটা কাটিয়ে উঠতে পারাটাই বড় কথা৷

লন্ডনের সানডে টাইমস পত্রিকা কিন্তু ইতিমধ্যেই লিখে ফেলেছে: ‘‘বার্সেলোনা স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নশিপ জিতবে বলে ধরে নেওয়া যায়... কিন্তু বোধ হচ্ছে যে, (বার্সার) দ্যুতি কমে এসেছে, তাদের ম্যাজিক ম্লান হয়ে এসেছে, তাদের গৌরবের যুগ সমাপ্ত হয়েছে৷’’

Spanien Fußball Lionel Messi FC Barcelona
নতুন রেকর্ড গড়েছেন মেসিছবি: dapd

মায়াকাজল?

গত শনিবার ডিপোর্টিভো লা করুনা'র বিরুদ্ধে লা লিগার খেলায় সহকারী কোচ জর্দি রুরা লিওনেল মেসি এবং দলের আরো পাঁচজনকে – যারা আবার স্পেনের জাতীয় একাদশের খেলোয়াড় – তাদের রেস্ট দেন৷ তা সত্ত্বেও ডিপোর্টিভো'কে ২-০ গোলে হারাতে বার্সার কোনো অসুবিধা হয়নি৷

আরো বড় কথা, মেসিকে মাঠে নামানোর পরে তিনি আবার একটি গোল, এবং সেই সঙ্গে একটি নতুন বিশ্বরেকর্ড করেন৷ পর পর ১৭টি লিগ ম্যাচে গোল করার ফলে মেসি পোলিশ ফরোয়ার্ড টেওডোর পেভিউরেক'এর গত শতাব্দীর ত্রিশের দশকে করা একটি রেকর্ড ভাঙেন৷ পেভিউরেক পর পর ১৬টি লিগ ম্যাচে গোল করেছিলেন, সব মিলিয়ে ২২টি৷ মেসি সে তুলনায় গত ১৭টি লিগার খেলায় ২৭টি গোল করেছেন৷

মেসির ফর্ম নিয়ে যারা ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন তাদের মনে করিয়ে দেওয়া যেতে পারে, এ' মরশুমে মেসি লা লিগায় বার্সার হয়ে গোল করেছেন ৪০ বার৷ সব কম্পিটিশনে বার্সার হয়ে মোট ৪১ বার মাঠে নেমে গোল করেছেন ৫১টি৷ চ্যাম্পিয়নস লিগে তিনি বিগত চার বছর ধরে টপ স্কোরার৷

মেসি বনাম রোনাল্ডো

তবে আর্জেন্টিনারও মেসির উপর যে কারণে ক্ষোভ, বার্সার ক্ষেত্রেও সমালোচকরা মেসির সেই খুঁতটাই ধরার চেষ্টা করছেন৷ মেসি নাকি বড় খেলাগুলোয় তেমন সফল হতে পারেন না৷ ওদিকে মেসির ব্যক্তিগত চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফেব্রুয়ারির শেষে দু-দু'টো গোল করে বার্সাকে কিংস কাপ থেকে বিদায় দেন৷ তারপর আবার গত মঙ্গলবার রোনাল্ডো তাঁর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড'এর বিরুদ্ধে গোল করে রেয়ালকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন৷

তবে বার্সা আর মেসিকে খরচের খাতায় ফেলার আগে সকলেরই ভেবে দেখা দরকার, চারবার বিশ্বের সেরা খেলোয়াড়টি হঠাৎ গিলটি সোনা হয়ে যেতে পারেন কিনা৷ এছাড়া, বার্সার খোপ কেটে কেটে টিকি-টাকা খেলাও হঠাৎ স্রেফ এক্কা-দোক্কা হয়ে যেতে পারে কিনা৷

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য