1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বারাক ওবামার জয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্ছ্বাস

মারিনা জোয়ারদার৫ নভেম্বর ২০০৮

ইউরোপীয় ইউনিয়ন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জয়কে অভিনন্দন জানিয়েছে৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো এই জয়কে নতুন পরিকল্পনা, নতুন সমঝোতা হিসেবে ব্যাখ্যা করেন৷

https://p.dw.com/p/Fniz
অবশেষে পরিবর্তন এর জয়ছবি: AP

হোসে মানুয়েল বারোসো জানান, এই নির্বাচনের মধ্যে দিয়ে ইউরোপ এবং আমেরিকার মধ্যে নতুন করে একটি সম্পর্কের শুরু হল৷ নতুন অঙ্গীকার, নতুন প্রতিশ্রুতির সময় এসেছে৷ আমাদের উচিত্‌ বর্তমান সমস্যাগুলোকে দ্রুত সুযোগে পরিণত করা৷ নতুন দিনের জন্য প্রয়োজন নতুন পরিকল্পনার৷

China Asien Europa ASEM Jose Manuel Barroso
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো (ফাইল ফটো)ছবি: AP

বারোসো আরো জানান, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে বারাক ওবামার জয় আমেরিকা এবং ইউরোপকে আরো কাছে নিয়ে আসবে৷ দুটি মহাদেশের বন্ধনকে আরো নিবিড় করবে৷ এবং তা হবে শুধুমাত্র সমাজের, দেশের এবং পৃথিবীর ভালোর জন্যই৷

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বের্নার্ড কুশনার বারাক ওবামার জয়ে অভিনন্দন জানিয়েছেন৷ উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছে ফ্রান্স৷ কুশনার আরো বলেন, বারাক ওবামার জয়, তাঁর সাফল্য নতুন এবং নিরাপদ একটি পৃথিবীর সুযোগ সৃষ্টি করবে৷ তিনি আরো বলেন, ফ্রান্স, ইউরোপী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বারাক ওবামাকে প্রয়োজন৷ বারাক ওবামা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তিনি এগিয়ে যেতে বদ্ধ পরিকর৷ তিনি নিরাপদ, নিরপেক্ষ এবং স্থিতিশীল একটি বিশ্ব দেখতে চান৷ ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন ওবামা সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী৷ সব ধরনের সহযোগিত করতে ইউরোপ প্রস্তুত৷ নতুন সম্পর্ক জোরদার করতে যা করা প্রয়োজন তার সবটাই ইউরোপ করবে৷

বের্নার্ড কুশনার বেশ জোর দিয়েই ওবামার জয়কে সর্ববৃহত্‌ সাফল্য হিসেবে আখ্যায়িত করেন৷ তিনি জানান, আমেরিকার সঙ্গে সহযোগিতার ফলে অর্থনৈতিক সমস্যার সামাধান করা সম্ভব হবে৷ আবহাওয়া এবং পরিবেশ জনিত বিভিন্ন সমস্যার মোকাবেলা করা যাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে৷

উল্লেখ্য, ইরাক যুদ্ধে অংশগ্রহণ না করায় ফ্রান্স তথা ইউরোপের কিছু দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক শীতল হয়ে পড়ে৷