1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বারাক ওবামাকে হত্যার চক্রান্ত

রিয়াজুল ইসলাম২৮ অক্টোবর ২০০৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে হত্যার চক্রান্তের অভিযোগে দু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ইতিমধ্যে তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে৷

https://p.dw.com/p/Fj3Y
ডেমোক্র্যাট প্রার্থী ওবামা এই হত্যার চক্রান্তকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নাছবি: AP

তবে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা এ ঘটনাকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক যখন বাকি তখন এমন একটি ঘটনা বেশ নাড়াই দিয়েছে গোটা দেশকে৷ এ নিয়ে বারাক ওবামাকে হত্যার ষড়যন্ত্রের ঘটনা প্রকাশিত হলো তৃতীয় বারের মত৷ এবারের ঘটনার মূল হোতা দুই তরুণ৷ একজন টেনেসি এলাকার ২০ বছরের তরুণ ডানিয়েল কাওয়ার্ট অপরজন আরকানসাসের ১৮ বছর বয়সী পল শ্লেসেলমান৷ আগে থেকে পরিচয় না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে তারা একে অপরের বন্ধু হয়েছে৷ দুজনকেই গত সপ্তাহে মার্কিন পুলিশ টেনেসি এলাকা থেকে গ্রেফতার করে৷ তাদের কাছ থেকে এসময় একটি করে রাইফেল ও শটগান এবং তিনটি পিস্তল উদ্ধার করে পুলিশ৷ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামাকে হত্যার চক্রান্ত ছাড়াও আদালতে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে৷

বার্তা সংস্থা এএফপির খবর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত দপ্তরের কর্মকর্তা ব্রায়ান উইকস আদালতে দেয়া বক্তব্যে বলেছেন যে গ্রেফতার হওয়া দুই তরুণ ডানিয়েল কাওয়ার্ট ও পল শ্লেসেলমান একশরও বেশী কৃষ্ণাঙ্গ আমেরিকানকে হত্যা করার পরিকল্পনা করেছিল৷ এ নিয়ে তাদের মধ্যে অনেক কথাবার্তাও হয়েছে৷ শ্বেতাঙ্গ এ দুই তরুণের চূড়ান্ত পরিকল্পনা ছিলো ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাকে গুলি করে হত্যা করা৷ অভিযুক্ত দুই তরুণকে এ সপ্তাহের শেষের দিকে আবারও আদালতে হাজির করা হবে৷

এদিকে এ ঘটনায় বারাক ওবামার সমর্থকরা উদ্বিগ্ন হলেও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাচ্ছেন না ইলিনয় রাজ্যের বর্তমান এ সিনেটার৷ বরং তিনি বলেছেন এ ঘটনায় তিনি উদ্বিগ্ন নন৷ সাংবাদিকদের তিনি আরও বলেছেন যারা এ ধরনের ঘৃণা প্রচার করে বেড়ায় তাদের সংখ্যা খুবই সীমিত এবং আমেরিকার ভবিষ্যত এরা নয়৷ উল্লেখ্য, এর আগে আরও দুবার বারাক ওবামাকে হত্যার চক্রান্তের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিলো৷ আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মত কৃষ্ণাঙ্গ প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে যাচ্ছেন বারাক ওবামা৷ তাই তার নিরাপত্তার বিষয়েও বাড়তি সতর্ক থাকতে হচ্ছে মার্কিন সরকারকে৷ গত বছরের মে মাস থেকেই বারাক ওবামার নিরাপত্তার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার অধীনে দেয়া হয়েছে৷ অন্য যে কোন প্রার্থীর তুলনায় অনেক আগে থেকেই তাঁকে এ বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে৷