1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাণিজ্য মেলায় সংযোজন ই-শপ, ই-পার্ক, ইকো পার্ক

৩ জানুয়ারি ২০১৩

বছর ঘুরে আবারও শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত৷ বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি যৌথভাবে এই মেলার আয়োজন করছে৷

https://p.dw.com/p/17CS8
ছবি: AP

ইপিবি'র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস জানালেন, মেলা আয়োজনের লক্ষ্য তিনটি৷ এক, বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্য তুলে ধরা৷ দুই, বিদেশি পণ্য সম্পর্কে জ্ঞান লাভ৷ এবং তিন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ৷ বিষয়টা এ রকম: মেলায় আসা বিদেশি কোনো বিক্রেতা যদি দেখেন যে তাঁর পণ্যের বাজার রয়েছে বাংলাদেশে, তাহলে হয়ত তিনি বাংলাদেশেই তাঁর পণ্য উৎপাদনের ব্যবস্থা করতে পারেন৷

ইপিবি প্রধান বললেন, প্রথমবারের মতো এবার একটি ওয়েবসাইট খোলা হয়েছে যার মাধ্যমে মেলার পণ্য অনলাইনেও কেনা যাবে৷ সাইটের ঠিকানা www.ditfeshop.com৷ যাঁরা মেলায় যেতে পারবেন না বা যাঁরা হয়ত সম্ভাব্য দুর্ভোগের কথা চিন্তা করে মেলায় যেতে চান না, তাঁদের কথা বিবেচনা করেই এবার এই ব্যবস্থা চালু করা হয়েছে৷

Bangladesch Tiger
সুন্দরবন মানেই যে ‘রয়েল বেঙ্গল টাইগার’ছবি: AP

শুভাশীষ বোস বলেন, সুন্দরবনকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বাণিজ্য মেলায় একটা ইকো পার্ক স্থাপন করা হয়েছে৷ সেখানে সুন্দরবনে যেসব প্রাণী ও পাখি রয়েছে সেগুলো ‘ফাইবার' দিয়ে তৈরি করে রাখা হয়েছে৷ এর ফলে সুন্দরবনটা দেখতে কেমন – সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে৷

এছাড়া মেলায় একটা ই-পার্কও নির্মাণ করা হয়েছে৷ সেখানে বিদেশি যে ফুলগুলো বাংলাদেশে জনপ্রিয় হয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন দর্শণার্থীরা৷

MMT_0201/Interview - MP3-Mono

ইপিবি প্রধান বলেন, মেলার জন্য একটা স্থায়ী প্রাঙ্গণ তৈরি করতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং ইতিমধ্যেই সরকারের কাছ থেকে পূর্বাচলে ১০ একর জায়গা পাওয়া গেছে৷ সেখানে প্রাঙ্গণ নির্মাণের যাবতীয় দিক খতিয়ে দেখতে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারিতে চীনের একটি দল বাংলাদেশ সফরে আসবে বলে জানান শুভাশীষ বোস৷

মেলার প্রবেশমূল্য ২০ টাকা৷ তবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান