1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে: ড.জাকারিয়া

২৯ জুলাই ২০১১

প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যস্ত জীবনের মাঝে একটু সময় বের করে যদি দেশে ছোট্ট কিছু নড়াতে পারে, তাতেই সন্তুষ্ট হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক ড.গোলাম আবু জাকারিয়া৷

https://p.dw.com/p/125ju
অধ্যাপক ড.গোলাম আবু জাকারিয়াছবি: DW

বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল জার্মানির বন শহরে৷ ২১ থেকে ২৩শে জুলাই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নানা মতামত, প্রস্তাব ও ভবিষ্যৎ দিশায় অগ্রগতির পথ সম্পর্কে আলোচনা করলেন৷ সম্মেলনের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড.ভল্ফগাং পেটার সিঙেল, কোলোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হার্টমুট বেয়ারভল্ফ, বন বিশ্ববিদ্যালয়ের ড.মাজহারুল এম ইসলাম এবং অধ্যাপক ড.গোলাম আবু জাকারিয়া৷

Bonn Konferenz zu Klimawandel und Energie in Bangladesh
প্রথম সম্মেলনেই বিপুল সাড়া পেয়ে উদ্যোক্তারা বেশ উৎসাহ বোধ করছেনছবি: DW

আইসিসিইবি সম্মেলনের সহ সভাপতি অধ্যাপক জাকারিয়া সম্মেলনের মূল্যায়ন করতে বললেন, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের একই মঞ্চে নিয়ে আসাই ছিল বিশাল এক কাজ৷ এর ফলাফল বাংলাদেশের প্রয়োজনে আসতে পারে, এই আশাতেই এত বড় এক উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রথম সম্মেলনেই বিপুল সাড়া পেয়ে উদ্যোক্তারা বেশ উৎসাহ বোধ করছেন৷ দুই বছর পর পর এই সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে৷ সরকার ও অন্যান্যদের এই উদ্যোগে আরও সম্পৃক্ত করতে আগামী সম্মেলন বাংলাদেশেই আয়োজন করা হবে৷

জার্মানিতে ‘বাংলাদেশ স্টাডি অ্যান্ড ডেভেলাপমেন্ট সেন্টার – বিএসইজেড' নামের এনজিও সারা বছর বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়নের বিষয়ে কাজ করছে৷ জার্মানিতেও বিশেষজ্ঞদের মধ্যে এক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সহানুভূতি রয়েছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান