বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের বিশেষ মুহূর্তগুলো
টেস্টে বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। ১৪তম টেস্টে মিললো ঐতিহাসিক জয়।
জয় এল যেভাবে
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রানের বড় সংগ্রহ তোলে।
লক্ষ্য স্থির
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ১৪৬ রানে। বাংলাদেশের সামনে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩০ রানের। সেই লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেয়নি বাংলাদেশ।
শরীফুলের উইকেট
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ফিরিয়েছেন সাইম আইয়ুবকে।
জয়ের পথে বাধা ছিলেন রিজওয়ান
বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান রিজওয়ান। আউট হওয়ার আগে অর্ধশত তুলে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হন।
হাতে জাদুকাঠি
রিজওয়ানের উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ জয়ের জাদুকাঠিটা ছিল তার হাতেই যেন।
পাকিস্তানকে কম রানে বেঁধে ফেলা
সাকিব ও মিরাজের ঘূর্ণিতে বিপাকে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ করে তারা।
জয় উৎসর্গ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে জয় উৎসর্গ করেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের সেরা
প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচসেরার প্রাইজমানি বন্যাপীড়িত মানুষদের সহায়তায় দান করবেন বলেও জানিয়েছেন তিনি।
কাকে কাকে হারাল বাংলাদেশ
টেস্টে নবম দল হিসেবে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও সাউথ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটা সপ্তম জয়।