1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় 'মিধিলি'

১৭ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মিধিলি' স্থানীয় সময় বেলা তিনটা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে।

https://p.dw.com/p/4Z24s
ঘূর্ণিঝড় ইয়াশের স্যাটেলাইট চিত্র
ঘূর্ণিঝড়টি পটুয়াখালী ও আশেপাশে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে৷ (ফাইল ছবি)ছবি: NASA/AP/picture alliance

আবহাওয়া অধিদপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও আশেপাশের এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে৷ এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং বৃষ্টি ঝরিয়ে ক্রমাগত দুর্বল হচ্ছে৷ তবে উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরগুলোতে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে৷ 

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর৷ অন্যদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে৷

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি দুপুরের পর থেকে উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার বাতাসতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। এর প্রভাবে ঢাকা সহ সারা দেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত  থাকতে পারে। 

কেন ঘূর্ণিঝড় হয়?

এসএইচ/এসিবি (বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর)