হারের দিনে সৌম্যর রেকর্ড গড়া সেঞ্চুরি
২০ ডিসেম্বর ২০২৩তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড৷ নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্যের ব্যাট উপহার দিয়েছে ১৫১ বলে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস৷ ওপেন করতে নেমে আউট হয়েছেন একদম শেষ ওভারে৷ তাই দল হারলেও চোখ ধাঁধানো ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য৷
দল না জেতায় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও হতাশায় পুড়ছেন সৌম্য৷ এই অর্জন উপভোগ করতে পারছেন না বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে৷ বলেছেন, ‘‘সেঞ্চুরি করতে পারায় খুশি, কিন্তু দল না জেতায় হতাশ৷ যদি জিততে পারতাম, তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো৷''
আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্য সেঞ্চুরির দেখা পেলেন পাঁচ বছর পর৷ ২০১৮ সালে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সেঞ্চুরি করেছিলেন ৩০ বছর বয়সি ব্যাটার৷ এর মাঝে ছিলেন দলে আসা-যাওয়ার মাঝে৷ গত চার বছরে খেলেছেন কেবল ৭ ওয়ানডে, তা-ও একটানা না৷ তবে সেসবে ছিলেন পুরোপুরি ব্যর্থ৷ ঘরোয়া ক্রিকেটেও ধুঁকছিলেন তিনি৷ তবে সর্বশেষ জাতীয় লিগে রেখেছিলেন ছন্দে ফেরার ইঙ্গিত, প্রায় পঞ্চাশ গড়ে চারশর বেশি রান করেছিলেন বাঁ হাতি এই ব্যাটার৷
ওয়ানডেতে নিউজিল্যান্ডের মাঠে এশিয়ান ব্যাটারদের মধ্যেও সর্বোচ্চ রানের ইনিংস এখন বাংলাদেশের সৌম্য সরকারের৷ সৌম্য ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ১৬৩ রানের রেকর্ড৷ ২০০৯ সালে শচিনের করা ১৬৩ রান এখন নেমে গেছে দুইয়ে৷ সফরকারী ব্যাটারদের বিপক্ষে কিউইদের মাঠে সব মিলিয়ে সৌম্যের এ ইনিংস দ্বিতীয় সর্বোচ্চ৷ সর্বোচ্চ হ্যামিল্টনে ২০০৭ সালে খেলা ম্যাথু হেইডেনের ১৮১ রান৷
সৌম্যের এমন দিনেও বাকিদের ব্যর্থতায় বিশাল স্কোর পুঁজি পাওয়া হয়নি বাংলাদেশের৷ প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সৌম্যের ১৬৯ ছাড়া আর কেউ ১২ রানের বেশি করেননি৷ দ্বিতীয় সর্বোচ্চ ছয়ে নামা মুশফিকুর রহিমের ৪৫৷ এই দুজন ছাড়া ২০ রানের বেশিও করতে পারেননি আর কেউ৷ এনামুল হক বিজয়, শান্ত আর লিটন দাস ফেরেন দুই অঙ্কের আগে৷ তাওহিদ হৃদয় রান আউট হন ১২ রান করে৷
মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে সৌম্যর ৯১ রানের জুটিতে দলের ভিত আসে৷ ৫৮ বলে ফিফটি পেরুনোর পর জীবন পেয়েছিলেন, তবে সামলে নিয়ে পরে এক-দুই করে এগিয়েছেন৷ ৯২ রানে গিয়ে আরেকবার বাঁচেন৷ এরপর তোলেন ঝড়৷ মুশফিক কাজ অসমাপ্ত রেখে বিদায় নিলেও বাকিটা সময় দলকে একা টানতে থাকেন তিনি৷ ১১৬ বলে সেঞ্চুরি পেলেও বাকি ৩৫ বলে সৌম্য যোগ করেন আরো ৬৯ রান৷ ২২ চার, ২ ছক্কায় দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি৷
আগামী ২৩ ডিসেম্বর হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ৷
এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার)