1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সাড়া ফেলেছে মোবাইলে ইংরেজি ভাষা চর্চা

১৯ ডিসেম্বর ২০০৯

প্রতিদিন সকালে আহমেদ শাহরিয়ার মোবাইলে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করেন৷ এই ফোন ইংরেজি ভাষা শেখার জন্য৷ শাহরিয়ার মনে করেন, ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে ভবিষ্যতে বিদেশী প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সহজ হবে৷

https://p.dw.com/p/L90K
ফাইল ফটোছবি: DW

মোবাইলে এই ভাষা শেখার সময়কাল ৩ মিনিট৷ অর্থাৎ প্রতিবার ফোন করলে তিন মিনিটের একটি লেসন পাওয়া যাবে৷ ২১ বছর বয়সী শাহরিয়ার জানান, প্রতিদিন এই ৩ মিনিটের লেসন বেশ সাহায্য করছে তাকে৷ আর তার মনে আশা জাগাচ্ছে, বিদেশী প্রতিষ্ঠানে ভাল চাকরির৷

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, শাহরিয়ারের মতো হাজারো তরুণ ইংরেজি ভাষা শেখার জন্য বেছে নিচ্ছে এই মোবাইল সেবাকে৷ গতমাসে বিবিসি ট্রাস্ট বাংলাদেশে চালু করেছে এই সেবা৷ আর তাদের লক্ষ্য, ২০১১ সালের মধ্যে দেশটির ৬০ লাখ মানুষকে ইংরেজি ভাষা শেখানো৷

শাহরিয়ার জানান, এটি সহজ এবং ভালো৷ প্রতিটি লেসনের জন্য খরচ হয় তিন টাকা৷ ইংরেজি ভাষা শেখার সবচেয়ে কম খরচের মাধ্যম এটি, মত শাহরিয়ারের৷

ইংরেজি ভাষা শেখার এই সেবা বাংলাদেশের সকল মোবাইল ফোন থেকেই নেয়া যায়৷ এর নাম দেয়া হয়েছে ‘জানালা'৷ এই সেবার আওতায় যে কেউ ইংরেজি কথোপকথন, উচ্চারণ এবং সাধারণ ব্যকরণ শিখতে পারবে৷ এজন্য ১৮ মাস ধরে সপ্তাহে পাঁচদিন কল করতে হবে মোবাইলের একটি নির্দিষ্ট নম্বরে৷

বিবিসি জানাচ্ছে, এই সেবা নাকি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে৷ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের প্রোগ্রাম বিভাগের প্রধান সারা চেম্বারলেন জানান, ‘‘আমরা প্রথমদিন ২৫ হাজার মোবাইল কলের আশা করেছিলাম৷ কিন্তু সেটা গিয়ে দাঁড়ায় ৮৪ হাজারে এবং এটি প্রতিনিয়তই বাড়ছে৷''

তিনি জানান, গতমাসে এই সেবা চালুর ছয়দিনের মাথায় গ্রাহক সংখ্যা ৪ লাখে গিয়ে দাঁড়ায়৷

বাংলাদেশে একটি দাতা সংস্থার সমীক্ষা জানাচ্ছে, নিম্ন আয়ের ৮০ শতাংশের মতো মানুষ ইংরেজি ভাষা শিখতে মোবাইলের সুযোগ নিতে আগ্রহী৷ বাংলাদেশের রপ্তানি নির্ভর পোশাক শিল্প এবং বেসরকারী খাতে ইংরেজি ভাষার চাহিদা বেশি থাকায় সাধারণের মধ্যে এই আগ্রহ, বলে মত বিশেষজ্ঞদের৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী