বাংলাদেশে অনির্দিষ্টকালের কারফিউ
৪ আগস্ট ২০২৪বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে৷
এদিকে সোম, মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ প্রজ্ঞাপনে বলা হয়েছে সব সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তাশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে৷ রোববার দুপুর ১টার পর বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ।
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, রোববার দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত ৮১ জন নিহত হয়েছেন৷
এফএস/আরআর (দ্য ডেইলি স্টার)