1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশ পুলিশ আগের চেয়ে মানবিক’

২৭ অক্টোবর ২০২৩

বাংলাদেশ পুলিশ আগের যেকোনো সময়ের চেয়ে মানবিক বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ৷

https://p.dw.com/p/4Y886
অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে একথা বলেন তিনি৷ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভয়েস বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ৷ 

২৮ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে কি গ্রেপ্তার চালাচ্ছে পুলিশ? অনুষ্ঠানের সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘‘আমরা ধরপাকড় করি সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে৷''

গাড়ি থামিয়ে যাত্রীদের চেক করা প্রসঙ্গে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তারা ঢাকা শহরে ঢুকলে আমাদের কোন সমস্যা নাই৷ কিন্তু তারা কী জন্যে ঢুকছে - তার সদুত্তর যদি তারা দিতে না পারে, তারা যদি কিছু বলতেই না পারে তাহলে সেক্ষেত্রে আমাদেরতো যাচাই-বাছাই করার এক্তিয়ার আছেই৷'' 

শনিবারের মহাসমাবেশের সবকিছু টেলিভিশনে লাইভ প্রচার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ভয়েস বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ বলেন, ‘‘কালকে আমার ধারণা হল, যেটা হতে পারে সেটা হল, যেহেতু আওয়ামীলীগেরও সমাবেশ আছে সেক্ষেত্রে তারা প্রোটকলে চলে যাবে, ক্ষমতাসীন দল যেহেতু ক্ষমতায় আছে সেহেতু তাদের প্রচারটা বেশি করবে৷ যাদের মহাসমাবেশকে কেন্দ্র করে তাদের এই আয়োজন তারা হয়তো বৈষম্যের শিকার হবে৷''

তিনি বলেন, ‘‘এই পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় ৪ হাজার কর্মী এই সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে সারা দেশে৷ আজকে ২০৫ জনকে আদালতে হাজির করা হয়েছে শুক্রবারের দিন এবং এই ২০৫ জনের মধ্যে একজনকেও জামিন দেয়া হয়নি৷ প্রত্যেককে কারাগারে পাঠানো হয়েছে৷ একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ, সেই মহাসমাবেশে আসাতো অপরাধ না৷ কিন্ত তারা এটাকে একটা অপরাধ হিসাবে গণ্য করেছে৷''

ডিবি বা পুলিশ কর্মকর্তারা গয়েশ্বর চন্দ্র রায়কে মেরেছেন, ধরেছেন এবং তাকেই আবার ভাত খাওয়াচ্ছেন, তার ছবি তোলা হয়েছে এবং তা ইন্টারনেটে আপলোড করা হয়েছে - এই ব্যাপারে প্রশ্ন করা হলে ডিবির মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘‘বাংলাদেশ পুলিশ যে আগের যেকোনো সময়ের চেয়ে মানবিক এটা তাই প্রমাণ করে৷''

এমকে/এআই