1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল

২৮ জুন ২০১১

বাজেট নিয়ে প্রতিক্রিয়া, বিডিআর বিদ্রোহ মামলার রায়, সংবিধান সংশোধনী নিয়ে বিতর্ক-প্রতিবাদ, সেনাবাহিনীর জন্য নতুন সামরিক সরঞ্জাম, ক্রিকেট দলের নতুন কোচ ঘোষণার খবরগুলোই আজকের পত্র-পত্রিকার বাইরের পাতা জুড়ে রয়েছে৷

https://p.dw.com/p/11kTr
Cricket Mania in Bangladesh: Cricket is one of the most popular games in South Asia. This Year Bangladesh, India and Sri Lanka organizing cricket World cup 2011. Cricket fans in Bangladesh showing their interest on cricket. Foto: bdnews24.com, Bangladesch, 2011
ছবি: bdnews24.com

সংসদের শেষ তিন মাসে কার্যক্ষমতা সীমিত করা হচ্ছে

সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে৷ ওই সময় সংসদ থাকলেও কার্যকর থাকবে না৷ এই তিন মাস অন্তর্বর্তীকালীন সরকার চলবে৷ এভাবে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১-তে সংশোধনী আনা হচ্ছে৷ দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠসহ সকল পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে খবরটি৷ এতে বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদি জাতীয় সংসদের শেষ তিন মাসে কার্যক্ষমতা সীমিত করা হচ্ছে৷ সোমবার জাতীয় সংসদে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে৷
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

সফররত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন৷ সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দু'দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ বাসস পরিবেশিত এই খবরটি দৈনিক সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, যায়যায়দিনসহ প্রায় সব পত্রিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে৷ খবরে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা খাতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন৷ এ প্রসঙ্গে তিনি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ, বৃত্তি প্রদান, ই-বুক চালু এবং স্নাতক পর্যন্ত ছেলেমেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা চালুর ব্যাপারে তহবিল গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন৷

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল

ক্রীড়ার খবর হলেও আজকের প্রায় সব পত্রিকারই প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ক্রিকেট পাগল বাংলাদেশের টাইগারদের কোচ নিশ্চিত হওয়ার খবরটি৷ পত্রিকাগুলো বলছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল৷ তাঁর সঙ্গে দুই বছরের চুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড - বিসিবি৷ সোমবার নতুন কোচের সঙ্গে চুক্তির তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, তিনি বাংলাদেশে কাজ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন৷ তাঁর লক্ষ্য বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে নিয়ে আসা৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম