বিজ্ঞাপন
নিত্য নতুন শব্দ যোগ হচ্ছে কলকাতা ও ঢাকার মানুষের মুখে৷ বাংলাদেশের নতুন প্রজন্মের মুখে যখন ‘মাইরালা’ বা ‘কীএক্টাবস্থা’, তখন পশ্চিমবঙ্গের তরুণরা বলছে ’আরিব্বাস’ বা ‘মাইরি’! অভিধানে না থাকলেও এমন সব শব্দ বাংলাকে বদলে দিচ্ছে অনেকখানি৷ এতে কি ভাষার সৌন্দর্য নষ্ট হচ্ছে নাকি আনছে বৈচিত্র্য ও সমৃদ্ধি?
এই পরিবর্তনকে কীভাবে দেখছেন দুই বাংলার মানুষ? বাংলা ভাষা চর্চার ভবিষ্যৎ কোথায় বেশি উজ্জ্বল, বাংলাদেশে নাকি পশ্চিমবঙ্গে? এমন সব প্রশ্ন নিয়ে ডয়চে ভেলে বাংলার আয়োজন ‘আমাদের কথা আমরা বলি’র এবারের পর্ব৷ আলোচনায় সঞ্চালক শবনম সুরিতা ও তানজীর মেহেদীর সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন বাচিক শিল্পী ও সঞ্চালক রয়৷ অন্যদিকে, ঢাকা থেকে রয়েছেন সঞ্চালক ও কবি নূর হুরেরজাহান৷