বাংলা ব্লগারদের ভোট দিন, এক্ষুণি!
এটা বছরের সেই সময়৷ আপনার অনলাইন ভোটে বাংলা ব্লগার, অনলাইন প্রকল্পগুলো করতে পারে জগৎ জয়৷ এক নজরে দেখে নিন এবছর কারা লড়ছেন বাংলা ভাষার পক্ষে, আর তাদের ভোটই বা দেবেন কিভাবে৷
সামাজিক পরিবর্তন: সুন্দরবন বাঁচাও আন্দোলন
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরব বাঁচাতে একটি আন্দোলন শুরু হয়েছে৷ বাংলাদেশ সরকার, ভারতের সহায়তায় সুন্দরবনের খুব কাছেই একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে যা আন্দোলনকারীদের মতে, পানি, বায়ু দুষণ এবং বনের মধ্য দিয়ে মাত্রাতিরিক্ত জাহাজ চলাচলের মাধ্যমে ধীরে ধীরে সুন্দরবনকে ধ্বংস করে দেবে৷ এই আন্দোলনকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
প্রগতির জন্য প্রযুক্তি: মায়া অ্যাপ
মায়া হচ্ছে বাংলাদেশের নারীদের জন্য তৈরি প্রথম মোবাইল অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট৷ এতে মূলত নারী স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরীক্ষিত তথ্য প্রকাশ করা হয়৷ তবে অ্যাপটির মূল আকর্ষণ হচ্ছে প্রশ্ন করার সুযোগ৷ একজন ব্যবহারকারী চাইলে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন৷ এরপর মায়ার বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেন৷ মায়া অ্যাপের ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
নাগরিক সাংবাদিকতা: রেজর’স এজ
বাংলাদেশে গতবছর চারজন ব্লগার ও একজন প্রকাশ খুন হন৷ নিহতদের সবাই মুক্তমনা এবং ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী ছিলেন৷ দুঃখজনক হচ্ছে, দেশটির সরকার ব্লগারদের রক্ষার চেয়ে ইসলামপন্থিদের সন্তুষ্ট রাখার দিকে মনোযোগী বেশি৷ ‘নাস্তিকের ধর্মকথা’ ছদ্মনামের এক ব্লগার ব্লগার হত্যার পেছনের নোংরা রাজনীতি তুলে ধরেছেন রেজর’স এজ নামক একটি ভিডিও তথ্যচিত্রে৷ তথ্যচিত্রটিকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
শিল্প এবং সংস্কৃতি: জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা
বাংলাদেশের আলোকচিত্রী জিএমবি আকাশ ছবিকে তার নিজের ভাষা মনে করেন, যার মাধ্যমে তিনি গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন৷ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খার গল্প ছবিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন আকাশ, যিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও জয় করেছেন৷ জিএমবি আকাশকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ইউজার্স চয়েস বাংলা: ইস্টিশন
ইস্টিশন শব্দের অর্থ সকলের কাছেই বোধগম্য৷ তবুও কোনো বিভ্রান্তি থাকলে সাইটটি একবার ঘুরে আসতে পারেন৷ কমিউনিটি ব্লগ সাইটটিতে অনেকে লেখেন যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার৷ গতবছর ব্লগারদের উপর ধারাবাহিক হামলার পর সাইটটির একাধিক ব্লগার আত্মগোপনে যেতে বাধ্য হন৷ ইস্টিশনকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ইউজার্স চয়েস বাংলা: প্রবীর বিধানের ব্লগ
বাংলাদেশের চলমান বিভিন্ন ঘটনা সম্পর্কে নিয়মিত নিজের মতামত জানান ব্লগার প্রবীর বিধান৷ তাঁর ব্লগ সাইট সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা একটু ভিন্ন চোখে দেখার সুযোগ করে দেয়৷ প্রবীর বিধানের ব্লগকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ইউজার্স চয়েস বাংলা: ইতুর ব্লগ
নারীবাদী ব্লগার ইতু এমন সব বিষয় নিয়ে লিখছেন যা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত সমাজে নিষিদ্ধ বিষয় হিসেবে বিবেচিত৷ তাঁর সাম্প্রতিক এক পোস্ট প্রকারান্তরে নারীদের স্তনবৃত্ত উম্মুক্ত রাখার আন্দোলনকে সমর্থন দিচ্ছে, কেননা তিনিও নিজের শরীরের এবং পোশাক নির্বাচনের ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতায় বিশ্বাসী৷ ইতুর ব্লগকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ইউজার্স চয়েস বাংলা: জার্মান প্রবাসে
জার্মানিতে বসবাসরত বাঙালিদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাঙালিদের মধ্যে এক মেলবন্ধন তৈরি করছে জার্মান প্রবাসে ওয়েবসাইটটি৷ মূলত প্রবাসী তরুণ প্রজন্মের উদ্যোগে তৈরি সাইটটি জার্মানিতে নতুন আগত বাঙালি শিক্ষার্থীদের জন্য এক তথ্য ভাণ্ডার৷ নতুন এবং পুরাতনের মধ্যে সম্পর্ক গড়ার এক চমৎকার প্লাটফর্ম এটি৷ জার্মান প্রবাসেকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷
ইউজার্স চয়েস বাংলা: অগ্নি সারথির ব্লগ
‘অগ্নি সারথি’ ছদ্মনামে লেখালেখি করা ব্লগার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাধারণ জীবনযাপন ছবির মাধ্যমে তুলে ধরেন৷ আদিবাসীসহ বিভিন্ন ইস্যুতে সিরিজ ব্লগও লিখেছেন তিনি যা অনেকর দৃষ্টি আকর্ষণ করেছে৷ অগ্নি সারথিকে ভোট দিতে ক্লিক করুন ছবির নীচের ‘আরো’ বাটনে৷