1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাব যেভাবে মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখছে

ক্রিস কাউরলা | নাওমি কনরাড | আরাফাতুল ইসলাম | বের্গিটা স্যুলকে
৬ এপ্রিল ২০২৩

কালো পোশাকের মানুষগুলো সাধারণত যখন গভীর রাতে হানা দেয়, সেটা অনেকটা মৃত্যু দরজায় কড়া নাড়ার মতো ব্যাপার: বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব) একটি অভিজাত পুলিশ বাহিনী, যেটিকে ২০০৪ সালে সন্ত্রাস এবং অপরাধের বিরুদ্ধে লড়তে তৈরি করা হয়েছিল৷

https://p.dw.com/p/4PmGt

পরবর্তীতে বেশ কয়েকবছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন পশ্চিমা দেশ এই বাহিনীকে প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে সহায়তা করেছে৷ যদিও নানা সময় বাহিনীটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত অভিযোগ উঠেছিল৷ একপর্যায়ে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ব়্যাবকে অর্থায়ন বন্ধ করে দেয়, এবং ২০২১ সালে সেটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এবার প্রথমবারের মতো বিশেষ বাহিনীটির দুই সাবেক কমান্ডার জানিয়েছেন কীভাবে ব়্যাব পদ্ধতিগতভাবে এবং সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের মদতে হত্যা, নির্যাতন এবং গুমের মতো অপরাধে জড়াচ্ছে৷    

তথ্যচিত্রটি তৈরিতে ডয়চে ভেলে এবং নেত্র নিউজ একত্রে কাজ করেছে৷

অনুসন্ধানী তথ্যচিত্রটি তৈরি করেছেন ক্রিস কাউরলা, নাওমি কনরাড, আরাফাতুল ইসলাম এবং বের্গিটা স্যুলকে

এডিশনাল রিসার্চ
জুলেট পিনেদা এবং আরো অনেকে, নিরাপত্তার খাতিরে যাদের নাম উল্লেখ করা যাচ্ছে না৷

ক্যামেরা
বের্গিটা স্যুলকে এবং আরাফাতুল ইসলাম

এডিট/মোশন গ্রাফিক্স/সাউন্ড ডিজাইন
ক্রিস কাউরলা

ইলাস্ট্রেশন
আলেকসান্দ্রা কোনোনোভা

সিনিয়র এডিটর
মাথিয়াস স্টাম

হেড অব ইনভেস্টিগেশন
স্যান্ড্রা পিটার্সম্যান 

স্কিপ নেক্সট সেকশন এই শো সম্পর্কে

এই শো সম্পর্কে

সপ্তাহের সেরা