1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিব্রাজিল

বলসোনারোর বিরুদ্ধে কোভিড-জালিয়াতির অভিযোগ

২০ মার্চ ২০২৪

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে কোভিড সার্টিফিকেট জাল করার অভিযোগ উঠলো।

https://p.dw.com/p/4dv37
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো।
বলসোনারো কোভিড সার্টিফিকেট জাল করেছেন বলে অভিযোগ। ছবি: Eduardo Munoz/Pool Photo/AP/picture alliance

ব্রাজিলের জাতীয় পুলিশ মঙ্গলবার সাবেক অতি-দক্ষিণপন্থি প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে কোভিড ১৯ টিকা সংক্রান্ত রেকর্ডে জালিয়াতি করার অভিযোগ এনেছে।

অভিযোগে বলা হয়েছে, বলসোনারো সরকারি ডেটাবেস অবৈধভাবে বদল করেছিলেন, যাতে এটা মনে হয়, তিনি ও তার কিছু সহয়োগী করোনার টিকা নিয়েছেন। 

পুলিশের গোয়েন্দা ফ্যাবিও অ্যালভারেজ শোর এই অভিযোগপত্রে সই করেছেন। তাতে বলা হয়েছে, বলসোনারো এবং তার অনেক সহযোগী জাল কোভিড সার্টিফিকেট ব্যবহার করেছেন। এই সার্টিফিকেট স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ডে জালিয়াতি করে বানানো হয়েছিল।

বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত অনেকগুলি তথ্য জাল করার ঘটনা ঘটেছে। জাল নথির সাহায্য নিয়ে তারা এই কাজ করেছেন।

বোলসোনারো এর আগে কোভিড ১৯ টিকার বিরোধিতা করেছিলেন। তিনি এটাও বলেছিলেন, করোনা ভাইরাস তেমন ভয়ংকর কিছু নয়। করোনা অতিমারিকেও তিনি গুরুত্ব দিতে চাননি।

এখন ব্রাজিলের প্রসিকিউটার জেনারেল ঠিক করবেন, বলসোনারোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করা হবে কিনা।

বলসোনারোর আইনজীবী জানিয়েছেন, পুলিশ অবাস্তব অভিযোগ করেছে। তিনি বলেছেন, বলসোনারো যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার সফরের জন্য কোনোরকম সার্টিফিকেট দেখাতে হতো না। তিনি বলেছেন, এই অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে।

বলসোনারোর সামনে আইনি সমস্যা

শুধু এই কোভিড সার্টিফিকেট নিয়েই নয়, বলসোনারোর বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে।

সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতায় থাকার জন্য সামরিক অভ্যুত্থানের চক্রান্ত করেছিলেন বলেও অভিযোগ।

২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা রাজধানীর প্রধান সরকারি ভবনে হামলা করে বলে অভিযোগ। তাদের দাবি ছিল, বলসোনারোকে আবার ক্ষমতায় আনতে হবে। তাদের চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু তার প্রভাব ব্রাজিলে পড়েছে।

এছাড়া প্রেসিডেন্ট থাকার সময় সৌদি আরবে তাকে খুবই দামি ঘড়ি উপহার দেয়া হয়। তিনি সেই ঘড়ি বিক্রি করে দেন। সেই অর্থ নিজে নিয়ে নেন। তা নিয়েও তদন্ত চলছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)