বর্জ্য যখন শক্তি
বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে৷ বাংলাদেশও সে পথ ধরতে চুক্তি সই করেছে৷
চুক্তি সই
ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইটালির ‘ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফাইন্যান্স এসইএল’-এর সঙ্গে সরকার গত বছরের ফেব্রুয়ারিতে একটি চুক্তি করে৷
প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছিলেন, আমিনবাজার ও মাতুয়াইলে অবস্থিত সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল সাইটে প্রকল্প বাস্তবায়িত হবে৷
প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮.৭৫ টাকা
চুক্তি অনুযায়ী, প্রকল্প থেকে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮ টাকা ৭৫ পয়সা দরে কিনবে সরকার৷ তবে ২০ বছর পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো যাবে না৷
কম্পোস্ট সার তৈরি
বেশ কয়েক বছর ধরে ঢাকার বর্জ্য থেকে কমপোস্ট সার তৈরি করছে ওয়েস্ট কনসার্ন নামের একটি কোম্পানি৷ তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটি প্রায় ৯৫ হাজার মেট্রিক টন বর্জ্য রিসাইকল করেছে৷
4 ছবি
1 | 44 ছবি