1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বরগুনার রিফাত হত্যায় জড়িত কিশোরদের সাজা

২৭ অক্টোবর ২০২০

দিনের আলোয় প্রকাশ্যে বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে খুনের মামলায় ১১জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3kUOY
ফাইল ছবিছবি: bdnews24.com

মঙ্গলবার দুপুরে বরগুনা শিশু আদালতে ছয়জনকে দশ বছর করে, চারজনকে পাঁচ বছর করে এবং একজনকে তিন বছরের কারাবাস দেয়া হয়েছে৷ বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন৷ তবে তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে৷

ঘটনার সময় তারা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় বলে জানান আইনজীবীরা৷ তবে রায়ের সময় তাদের বয়স ১৮ বছর পেরিয়ে যাওয়ায় তাদের সংশোধন কেন্দ্রের বদলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান আসামি পক্ষের আইনজীবী নারগিস আক্তার সুরমা৷

রায়ের সময় মামলা সংশ্লিষ্টরা ছাড়া অন্যদের আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়৷ আসামীপক্ষের আরেক আইনজীবী হুমায়ুন কবির রায় ঘোষণার পর বাইরে এসে সাংবাদিকদের বিস্তারিত জানান৷

কিশোর সংশোধন কেন্দ্র থেকে সকালে ছয় আসামিকে আদালতে উপস্থিত করা হয়৷ জামিনে থাকা বাকি আটজনও আদালতে হাজির হন৷

এর আগে গেল ৩০ সেপ্টেম্বর আদালত একই মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন৷ মিন্নি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন৷ হত্যাকাণ্ডে অংশ নেয়া নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন৷

গত বছর ২৬ জুন বরগুনার কলেজ রোড এলাকায় রিফাত শরীফের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান নয়ন বন্ডসহ বেশ কয়েকজন যুবক৷

জেডএ/কেএম (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)