বন্ধুর পথ আর নদী পেরিয়ে শিশুরা যেভাবে যুক্তরাষ্ট্রে যায়
জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আবার শুরু হয়েছে মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ৷ শিশুরাও হেঁটে, বড়দের কোলে-পিঠে চড়ে, নদী পেরিয়ে কিভাবে দেশান্তরী হচ্ছে দেখুন ছবিঘরে...
ঝোঁপের আড়ালে মা-শিশু
হন্ডুরাস থেকে মেক্সিকোর পেনিটাস হয়ে রিও গ্রান্ডি নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এক ঝোঁপে লুকিয়েছে এই দুজন৷ গত ৯ মার্চ অভিবাসনপ্রত্যাশীদের বড় এক দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা৷ টেক্সাস রাজ্যের এক নিরাপত্তাকর্মী মা-শিশুকে ঝোঁপ থেকে বেরিয়ে আসার অনুরোধ করছেন৷
মায়ের কোলে এলসালভাদর থেকে যুক্তরাষ্ট্রে
এলসালভাদর থেকে মা তাকে প্রথমে মেক্সিকো, তারপর রিও গ্রান্ডে নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন৷ চার বছরের মারিয়াকে কোলে নিয়ে এখন তিনি এবড়োথেবড়ো রাস্তা ধরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে৷
মানবপাচারকারীদের ফেরা
মধ্য অ্যামেরিকার কয়েকটি দেশ থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মানবপাচারকারীরা৷ এক দল অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে রেখে আবার রিও গ্রান্ডি নদী পার হয়ে মেক্সিকোর পথে কয়েকজন মানবপাচারকারী৷
পুলিশের ট্রাকে
ধরা পড়ার পর মা-বাবার সঙ্গে পুলিশের ট্রাকে উঠে বসেছে কয়েকজন শিশু৷
অভিভাবকহীন শিশু
অনেক শিশু একাই সীমান্ত পেরিয়ে চলে যায় যুক্তরাষ্ট্রে৷ এমনই এক শিশুকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল কর্মীরা৷
হন্ডুরাসের সান্তিয়াগো
হন্ডুরাস থেকে আসা চার বছর বয়সি এই শিশুর নাম সান্তিয়াগো৷ তার হাতের ব্যান্ড খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সীমান্তের এক টহল কর্মী৷
ডিয়েগোর জঙ্গল পেরোনো
ছয় বছরের ডিয়েগো হন্ডুরাস থেকে এসেছে মায়ের সঙ্গে৷ রিও গ্রান্ডি নদী পার হওয়ার পর তাকে কোলে নিয়ে এখন জঙ্গল পেরোচ্ছেন মা৷
সন্তান কোলে নদী পার
সন্তানকে কোলে নিয়ে রিও ব্রাভো নদী পার হয়েছেন এক মা৷ এল পাসোয় গিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল এজেন্টদের মাধ্যমে অভিবাসনের আবেদন করবে তারা৷
একটি পরিবার
রিও ব্রাভো নদী পার হয়ে টেক্সাসের এল পাসোয় পা রাখতে যাচ্ছে একটি অভিবাসনপ্রত্যাশী পরিবার৷
পুতুল খেলায় ভালোবাসা
মেক্সিকোর এক আশ্রয় কেন্দ্রের বেঞ্চে পুতুল কোলে নিয়ে বসে আছে এক শিশু৷ সে-ও সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাবার অপেক্ষায়৷
নদী পেরোনোর শেষ সংগ্রাম
শিশু সন্তানকে কাঁধে নিয়ে এক মায়ের রিও নদীর পার বেয়ে তীরে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা৷