বনে কয়লা বিরোধী সমাবেশ
জার্মানির বন শহরে জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে কয়লা বিরোধী এক বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ৷ বিক্ষোভকারীরা জার্মানিকে যতদ্রুত সম্ভব কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধের আহ্বান জানান৷
সিটি সেন্টার থেকে শুরু
জার্মানির প্রাক্তন রাজধানী বন শহরের কেন্দ্রস্থল থেকে কয়লা বিরোধী বিক্ষোভ শুরু হয়৷ এই তিন নারীর মতো অনেকেই মুখে রং মেখে কয়লা বিরোধী প্লাকার্ড ও পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন৷
ভেন্যুর দিকে যাত্রা
বন শহরের কেন্দ্রস্থল থেকে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৩-এর ভেন্যুর দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা৷
বিক্ষোভকারী কতজন?
জার্মানির জাতিসংঘ শহর হিসেবে পরিচিত বনে শনিবারের প্রতিবাদ কর্মসূচিতে এগারো হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ তবে আয়োজকরা জানিয়েছে, বিক্ষোভকারীদের সংখ্যা ২৫,০০০৷
ব়্যালিতে ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে বনের কয়লা বিরোধী সমাবেশে অংশ নেন এক বিক্ষোভকারী৷ সম্প্রতি প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প৷
ফেস্টুন-প্ল্যাকার্ডে নানা দাবি
কয়লা বিরোধী সমাবেশে অংশ নেয়া বিক্ষোভকারীদের হাতে হাতে ছিল নানা দাবি সংবলিত ফেস্টুন-প্ল্যাকার্ড৷
একশো’র মতো সংগঠন
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধসহ নানা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জার্মানির সবুজ দল এবং বাম দলের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল৷ একশো’র মতো পরিবেশবাদী সংগঠনও অংশ নেন কপ২৩-কে ঘিরে আয়োজিত এই বিক্ষোভে৷
তরুণদের মিলনমেলা
কয়লা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বড় অংশই ছিল বয়সে নবীন৷ বিক্ষোভকারীদের উৎসাহ যোগাতে নাচগানের আয়োজনও ছিল সমাবেশে৷
জৈব উপায়ে চাষাবাদের দাবি
কয়লা বিরোধী সমাবেশে জৈব উপায়ে চাষাবাদ ও ‘ফ্যাক্টরি ফার্মিং’ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা৷
ট্রাম্পের কড়া সমালোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরা এক ব্যক্তি সমাবেশ স্থলে স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা দেখাচ্ছেন, যেখানে মশাল থেকে বের হচ্ছিল ধোঁয়া আর স্ট্যাচুর গায়ে লেখা ছিল ‘ফ্রিডম টু পলিউট’৷