1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু স্যাটেলাইট ওড়েনি

১১ মে ২০১৮

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ প্রথম দফায় উৎক্ষেপণ সম্ভব হয়নি৷ বৃহস্পতিবার রাতে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়৷ শুক্রবার আবারো উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলে ডয়চে ভেলেকে জানান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ৷

https://p.dw.com/p/2xVr8
USA SpaceX Launch Bangabandhu-Satellit
ছবি: picture-alliance/AP Photo/SpaceX

কয়েক দফা সময় পিছানোর পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মহাকাশে উৎক্ষেপণের কথা ছিল৷ পরে সময় আরও ১৫ মিনিট বাড়িয়ে ৪টা ২ মিনিটে উৎক্ষেপণের কথা বলা হয়৷ তবে ৪টা ৭ মিনিটে উৎক্ষেপণের স্থগিতের কথা জানায় স্পেসএক্স৷ তারা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট) স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করবে৷

উৎক্ষেপণ স্থগিতের পর স্পেসএক্স এক টুইট বার্তায় বলেছে, ‘ভূমি থেকে উৎক্ষেপণ প্রক্রিয়া এক মিনিট আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় আজ থমকে যেতে হয়েছে৷ তবে রকেট এবং পেলোড ভালো অবস্থায় আছে৷ আগামীকাল আবারও উৎক্ষেপণের লক্ষ্যে একটি দল কাজ শুরু করেছে৷'

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়৷ হিসেবে যদি একটুও এদিক-সেদিক পাওয়া যায়, তাহলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে৷ আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে৷ স্পেসএক্স সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আগামীকাল (শুক্রবার) একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে৷ যেহেতু এই ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই৷'

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsajeeb.a.wazed%2Fposts%2F1229124573890630&width=500" width="500" height="271" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উৎক্ষেপণ স্থগিত হওয়ার পর ফ্লোরিডার আরলান্ডো থেকে ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, ‘‘স্পেসএক্স বলেছে লাস্ট মিনিটে ওদের কম্পিউটারাউজ সিস্টেম এটাকে স্টপ করেছে৷ ওরা এটা দেখছে এবং বালেছে আগামীকাল আবার চেষ্টা করা হবে৷''

Junaid Ahmed Palak - MP3-Stereo

এদিকে বাংলা ট্রিউবনের সাংবাদিক হিটলার এ হালিম উড্ডয়ন স্থগিত হওয়ার পর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার এলাকা থেকে টেলিফোনে সর্বশেষ পরিস্থিতি জানান ডয়চে ভেলেকে৷ তিনি বলেন, ‘‘উৎক্ষেপনের নতুন সময় জানা হলেও স্পেসএক্স বলেছে শতভাগ নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না৷ শেষ মুহূর্তে উড্ডয়ন সয়ংক্রিয়ভাবে স্থগিত হয়৷''

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এলন মাস্ক সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি দু'ঘণ্টা আগেই টের পেয়েছিলেন উৎক্ষেপণ সম্ভব হবে না৷ এ নিয়ে তখনই উদ্বেগও জানিয়েছিলেন তিনি৷ বলেছিলেন, ‘‘যে কোনো কিছুই ঘটে যেতে পারে, যা অপ্রত্যাশিত৷''

১১৯ দশমিক ১ ডিগ্রির অরবিটাল স্লটে (নিরক্ষরেখায়) উড়বে বাংলাদেশের নিজস্ব প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১৷ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য ইন্টারস্পুটনিকের কাছ থেকে ১৫ বছরের জন্য অরবিটাল স্লট বা নিরক্ষরেখা (১১৯ দশমিক ১ ডিগ্রি) লিজ নিয়েছে বাংলাদেশ৷ ২ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে এ স্লট বরাদ্দ নেওয়া হয়েছে৷

Hitlar A Halim - MP3-Stereo

বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে৷ প্রাকৃতিক দুর্যোগে টেরিস্টোরিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, এই স্যাটেলাইটের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল রাখা, পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে৷

এখন দেশে প্রায় ৩০টি প্রাইভেট স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচারে আছে৷ এ সব চ্যানেল সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে৷ বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এ সব স্যাটেলাইটের ভাড়া কমবে৷ আগে এ সব সেবার জন্য দেশের টেলিভিশন চ্যানেল কিংবা টোলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুর, হংকসহ বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট ব্যবহার করতো৷ এখন এ সব সেবা নিশ্চিত করবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১৷ ফ্রান্সের থেলিস এলনিয়া স্পেস এই স্যাটেলাইটটি তৈরি করেছে৷ ৩ দশমিক ৭ টন ওজনের স্যাটেলাইটটি ৩০ মার্চ ফ্লোরিডায় আনা হয়৷

আপনার কী মনে হয় বন্ধু? শুক্রবার রাতে কি অবশেষে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা সম্ভব হবে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য