1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে যানজট

২৭ জুন ২০২৩

দুর্ঘটনা ও গাড়ি বিকল হবার কারণে বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে৷ এর ফলে বিপাকে পড়েছে ঈদ উপলক্ষে ঘরমুখী হাজারো মানুষ৷

https://p.dw.com/p/4T6g6
যানজট বাংলাদেশে এক সমস্যা৷
প্রতীকী ছবিছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

মঙ্গলবার সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হতে দেখা যায়৷ বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তে যানজটের অবস্থা অপরিবর্তিত রয়েছে৷

মঙ্গলবার ভোররাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তে সংযোগ সড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় যানজট দেখা যায়

দ্য ডেইলি স্টার বলছে, বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায়ও বন্ধ ছিল৷ যানজটে বিপাকে পড়েছেন ঘরমুখো হাজারো মানুষ৷

পুলিশ সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুই বার গাড়ির সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়৷ এতে ভোররাত ৩টার পর দশ থেকে বারো মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ৷ এর ফলে যানজট শুরু হয়৷

‘‘এখন কয়েক কিলোমিটার যানজট আছে'' উল্লেখ করে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে আরও বলেন, ‘‘আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি৷ গাড়ি চলছে৷ আশা করি দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে৷''

জেকে/কেএম (ডেইলি স্টার)