1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের অজ পাড়াগাঁয়ে মনোরঞ্জনের কর্মকাণ্ড

৯ ডিসেম্বর ২০২২

প্যারিসের মুলাঁ রুজ ক্যাবারে নাচগানের জন্য বিখ্যাত৷ কিন্তু ফ্রান্সের এক গ্রামে খামারের মধ্যে এমন জমজমাট আয়োজন করে বিস্ময় সৃষ্টি করছেন এক তরুণ কৃষিজীবী৷ চাষ বাবদ আয় কমে যাওয়ায় তিনি এই পথ বেছে নিয়েছেন৷

https://p.dw.com/p/4KhyG
খামারের মধ্যে এমন জমজমাট আয়োজন করে বিস্ময় সৃষ্টি করছেন এক তরুণ কৃষিজীবী
খামারের মধ্যে এমন জমজমাট আয়োজন করে বিস্ময় সৃষ্টি করছেন এক তরুণ কৃষিজীবীছবি: Lionel Bonaventure/AFP

ফ্রান্সের গ্রামাঞ্চলে একেবারে অপ্রত্যাশিত কিছু ঘটছে৷ গারিগ গ্রামের চাষি দাভিদ কোমেতের মাথায় অদ্ভুত আইডিয়া জেগেছিল৷ অজ পাড়াগাঁয়ে ক্যাবারে শো সফলভাবে চালু করে এখন তিনি বিখ্যাত হয়ে উঠেছেন৷ দাভিদ বলেন, ‘‘যখন সবাই জানতে পারলো আমি ক্যাবারে খুলতে চাইছি, তখন গ্রামের বয়স্ক মানুষ আমার পিতামহের কাছে গিয়ে বললেন, আপনার নাতি উচ্ছন্নে যাচ্ছে৷ ক্যাবারে মানেই তো মাদক ও দেহ ব্যবসা৷ তাঁদের মনে এমন চিত্র ছিল৷''

পেশাদারী সংগীতশিল্পী হিসেবে টিফেন সপ্তাহে চার বার এখানে গান শোনান৷ দর্শকদের মুখে উৎসাহ ও বিস্ময় – দুই রকম ছাপই দেখা যায়৷ সবকিছু থেকে দূরে গ্রামাঞ্চলে যে এমনটা হতে পারে, অনেকে সত্যি সেটা ভাবতে পারেন না৷ শার্লি গিওউ নামের এক দর্শক বলেন, ‘‘এখানকার পরিবেশ বেশ জমজমাট৷ তাও একেবারে গ্রামাঞ্চলের মাঝে! দারুণ ব্যাপার৷ দিনের শেষে এখানে এলে টিলা ও উঁচু জায়গা চোখে পড়ে৷ এ একেবারে অন্য এক জগত৷''

দাভিদের জগত পরের দিন সকালে একেবারে বদলে যায়৷ রাতে বেশি ঘুমানোর জো নেই৷ সকাল সাতটায় তিনি গোয়ালে হাজির হন৷ গরুর মাঝে থাকতে তাঁর ভালো লাগে৷ ক্যাবারে তাঁর পেশা হলেও সেটা তাঁর নেশা৷ তবে একসঙ্গে দু-দুটি কাজ সামলানো মোটেই সহজ নয়৷ দাভিদ বলেন, ‘‘আমার অ্যাকাউন্টেট আমাকে বলে, গরু পালন বন্ধ করে শুধু ক্যাবারে ও খামারের দোকানের প্রতি নজর দাও৷ তখন সপ্তাহান্তগুলি খালি পাবে, ছুটি নিয়ে বেড়াতে যেতে পারবে৷ কিন্তু সেটা মূল বিষয় নয়৷ প্রশ্ন হলো রাষ্ট্র হিসেবে ফ্রান্স কি আমাদের মতো এতো ছোট খামার রক্ষা করতে চায়? আমার মনে হয়, রাষ্ট্র বরং এক হাজার হেক্টর আয়তনের বিশাল খামারে এক হাজার গরু চায়৷ কিন্তু আমরা এমন ধরনের কার্যকলাপ চাই না৷''

বাবা জঁ-লুইয়ের কাছ থেকে দাভিদ একশো গরু ও ৭০০ মুরগি পেয়েছিলেন৷ কিন্তু দাভিদের ক্যাবারের আইডিয়া তাঁর কেমন লেগেছিল? জঁ-লুই বলেন, ‘‘ছেলেটা পাগল৷ এটা তো মোটেই কৃষিকাজ নয়৷ ভেবেছিলাম সেও আমাদের দেখানো পথে চলবে৷ কিন্তু এখন এ সব করছে৷''

কিন্তু আজকাল শুধু কৃষিকাজ করে যথেষ্ট অর্থ উপার্জন সম্ভব নয়৷ এর কারণ ব্যাখ্যা করে দাভিদ বলেন, ‘‘আজকাল অনেক বেশি মানুষ সেই আয়ে ভাগ বসাতে চায়৷ ফড়েদের হাতে অতিরিক্ত ক্ষমতা রয়েছে৷ সে কারণে আর পোষায় না৷ ফ্রান্সে প্রতিদিন ২৭টি করে খামার হাল ছেড়ে দেয়৷''

দাভিদের ক্যাবারের আইডিয়া সফল হয়েছে৷ এখনো পর্যন্ত তিনি ১৫ জনকে পাকা চাকরি দিতে পেরেছেন৷ প্রতি সন্ধ্যায় গোলাঘরের সব টিকিট বিক্রি হয়ে যায়৷

হানা ভাল্টার্সবার্গার/এসবি

ফ্রান্সের গ্রামে হাউসফুল ক্যাবারে শো