ফ্রান্সে অবসরের বয়স বাড়ানোর বিরুদ্ধে চলছে প্রতিবাদ
অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে প্রতিবাদ অব্যাহত রয়েছে৷ তা সত্ত্বেও অবশ্য দেশটির সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার সিদ্ধান্তে অটল রয়েছে৷
দাঙ্গা পুলিশের বিপরীতে মুখোশধারী প্রতিবাদকারী
ফরাসি সরকারের অবসর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন প্রতিবাদকারীরা৷ প্রতিবাদসত্ত্বেও অবসরের বয়স অবশ্য ৬২ থেকে ৬৪ করার সিদ্ধান্তে অটল রয়েছে দেশটির সরকার৷
অগ্নিশিখা নিক্ষেপ
পেনশন সংস্কার আইন নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সংঘর্ষ শুরু হলে এক প্রতিবাদকারীকে লাল অগ্নিশিখা ছুঁড়তে দেখা যায়৷
সহিংস সংঘাত
দাঙ্গা পুলিশের সঙ্গে সহিংস সংঘাতে অংশ নিতে দেখা গেছে প্রতিবাদকারীদের৷
পুলিশের সতর্ক অবস্থান
অবসরের বয়স বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নেয়া প্রতিবাদকারীদের রুখতে ফ্রান্সের নানা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে৷
অনেকে অংশ নিচ্ছেন প্রতিবাদে
অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে চলা আন্দোলনে অনেককেই অংশ নিতে দেখা গেছে৷
পাত্তা দিচ্ছে না সরকার
টানা বেশ কিছুদিন ধরে প্রতিবাদ চললেও অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি ফরাসি সরকার৷ উল্টো প্রতিবাদ কর্মসূচি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে গণমাধ্যম৷
6 ছবি
1 | 66 ছবি