1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর কোরিয়া

ফের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ায়

২৫ মে ২০২২

দক্ষিণ কোরিয়া জানিয়েছে তিনটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। জাপান জানিয়েছে, তারা দুইটির সন্ধান পেয়েছে।

https://p.dw.com/p/4Bori
উত্তর কোরিয়া
ছবি: Jung Yeon-Je/AFP/Getty Images

বুধবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে এই পরীক্ষাগুলি করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর যুগ্ম সেনাপ্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্বদিকের সমুদ্রে পর পর তিনটি মিসাইলের পরীক্ষা করা হয়। সমুদ্রে গিয়ে আঁছড়ে পড়ে মিসাইলগুলি। প্রপেলার লাগানো মিসাইলগুলি দেখে মনে করা হচ্ছে, ওইগুলি ব্যালেস্টিক মিসাইল। জাপানের প্রশাসন জানিয়েছে, তারা দুইটি মিসাইল ট্র্যাক করতে পেরেছে। 

চলতি বছরে সবচেয়ে বেশি মিসাইল পরীক্ষা করছে উত্তর কোরিয়া। অ্যামেরিকার নিষেধাজ্ঞার জবাবে তারা একাজ করছে বলে বিশেষজ্ঞদের অনুমান। তবে বুধবারের মিসাইল পরীক্ষা আরো তাৎপর্যপূর্ণ, কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন দক্ষিণ এশিয়ায়। দুইদিন দক্ষিণ কোরিয়া সফর করে মঙ্গলবারই তিনি জাপানে পৌঁছেছেন কোয়াড বৈঠকে অংশ নিতে। 

বিশেষজ্ঞদের বক্তব্য, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে উত্তর কোরিয়া অন্তত ১৭টি ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। গত কয়েকবছরের মধ্যে যা সর্বোচ্চ। 

উত্তর কোরিয়ায় করোনাকাল
এই প্রথম করোনার কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। মে মাসের গোড়ায় প্রথম করোনা আক্রান্তের কথা সরকারি সংবাদমাধ্যম প্রকাশ করেছে। তবে এখন সেখানে আক্রান্তের সংখ্যা কত তা স্পষ্ট নয়। দেশে করোনা পরীক্ষার ব্যবস্থাও যথেষ্ট নয় বলে জানা গেছে। ফলে জ্বর হলেই ধরে নেওয়া হচ্ছে রোগীর করোনা হয়েছে। সংখ্যাটি একলাখের উপর বলেই মনে করা হচ্ছে। তবে উত্তর কোরিয়া জানিয়েছে, করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ জনের। যদিও এই সংখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন আছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)