1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার লাঠি

৯ ডিসেম্বর ২০১৯

কিছু দিন আগেই পুলিশের সঙ্গে জেএনইউয়ের ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লির রাজপথ। সোমবার ফের ছাত্রদের মিছিলের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। পরে ছাত্র প্রতিনিধিরা যান মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে।

https://p.dw.com/p/3UTrl
ছবি: AFP

দিল্লির রাজপথে ফের লাঠিচার্জ। ফের আক্রান্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

পূর্ব ঘোষণা মতোই সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়চত্বর থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, গত ৪০ দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে তারা। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি শুনতে নারাজ। এরই প্রতিবাদে এ দিন তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে আরও এগনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।

Indien Stundenten-Protest in Dehli
ছবি: AFP

কী দাবি ছাত্রদের? ছাত্র সংসদের সভাপতি এন সাই বালাজির বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের বেতনবৃদ্ধি, হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদ করে বহু দিন ধরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্ররা। কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত না করায় সোমবার তারা রাষ্ট্রপতি ভবন অভিযানের সংকল্প করে। কিন্তু পুলিশ দিয়ে তাদের আন্দোলন দমন করা হয়।

এ দিন দিল্লির ভিখাজি কামা প্লেসের সামনে পুলিশ আটকে দেয় মিছিল। সেখানেই হয় লাঠিচার্জ। পুলিশের তরফে জানানো হয়, ছাত্রদের মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সংসদ ভবনের কাছে তিনটি মেট্রো স্টেশনও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সূত্রের খবর, এ দিন বিকেলেই ছাত্রদের চার প্রতিনিধি দেখা করতে যায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে। মন্ত্রকের এক আধিকারিক পরে ডয়চে ভেলেকে জানান, ছাত্রদের দাবিগুলি বিবেচনা করা হবে। আলোচনা সাপেক্ষে তাদের দাবি মেনেও নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এসজি/জিএইচ(এনডিটিভি/পিটিআই)