1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর কোরিয়া

ফের উত্তর কোরিয়ার মিসাইল হামলা

২০ ফেব্রুয়ারি ২০২৩

আরো একটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া। মিসাইলটি সমুদ্রে গিয়ে পড়েছে।

https://p.dw.com/p/4Niyo
উত্তর কোরিয়ার মিসাইল হামলা
ছবি: KCNA/AP/picture alliance

জাপানের সমুদ্রে গিয়ে পড়েছে উত্তর কোরিয়ার নতুন ব্যালেস্টিক মিসাইল। মিসাইলটি প্রপেলার লাগানো নতুন ব্যালেস্টিক মিসাইল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ার দাবি, একটি নয়, উত্তর কোরিয়া দুইটিমিসাইল ছুঁড়েছে। জাপান অবশ্য এখনো পর্যন্ত একটি মিসাইলের কথাই জানিয়েছে।

পরে উত্তর কোরিয়াও দুইটি কম পাল্লার মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার দাবি।

জাপানের সরকার জানিয়েছে, একটি মিসাইল জাপান এবং কোরিয়ার মধ্যবর্তী সমুদ্রে গিয়ে পড়েছে। তবে মিসাইলটি জাপানের সমুদ্রসীমার মধ্যে পড়েছে বলে দাবি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা উত্তর কোরিয়ার নেতাকে উদ্ধৃত করে লিখেছে, তাদের দাবি, অ্যামেরিকাকে জবাব দিতেই তারা এই নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে।

জাপানের সরকার উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার বিষয়টি চূড়ান্তভাবে নিন্দা করেছে। জাপানের সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা জাপান এবং সংলগ্ন অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে। অ্যামেরিকাও ঘটনার নিন্দা করেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)