1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের ক্ষত সারাচ্ছে জার্মানি

৩১ আগস্ট ২০১৮

ফিলিস্তিনিদের সহায়তায় জাতিসংঘের উদ্যোগে যুক্তরাষ্ট্র অর্থ কমিয়ে দেওয়ার প্রেক্ষাপটে সেখানে অনুদান বাড়াচ্ছে জার্মানি৷

https://p.dw.com/p/3470B
ছবি: picture-alliance/dpa/D. Hill

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, জাতিসংঘ সংস্থার অর্থ কমে আসাটা পুরো প্রক্রিয়ার উপর এমন প্রভাব ফেলত পারত, যা আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না৷ 

জার্মান সরকার শুক্রবার বলেছে, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দানকারী জাতিসংঘ সংস্থাকে তহবিল প্রদান উল্লেখযোগ্য হারে বাড়াবে তারা৷ 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পাঠানো এক চিঠিতে হাইকো মাস বলেছেন, ‘‘আমরা এখন তহবিলের অতিরিক্ত অর্থ জোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছি৷''

এ বছর ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনডাব্লিউআরএ)-কে আট কোটি ১০ লাখ ইউরো দিয়েছে জার্মানি৷ অতিরিক্ত আরো কত অর্থ দেওয়া হবে তা প্রকাশ করেননি পররাষ্ট্রমন্ত্রী মাস৷ তবে সংস্থাটির বর্তমানের ২১ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি পূরণে তা যথেষ্ট হবে না বলে জানিয়েছেন তিনি৷

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সরকার এ বছর অর্থ কমিয়ে ইউএনডাব্লিউআরএ-কে ছয় কোটি ডলার (পাঁচ কোটি ১৫ লাখ ইউরো) দেয়৷ অথচ ২০১৭ সালেও ফিলিস্তিনে মানবিক ত্রাণ সহায়তা ও অন্যান্য কার্যক্রমের জন্য সংস্থাটিকে ৩৬ কোটি ৫০ লাখ ডলার দিয়েছিল তারা৷

‘‘এ কারণে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিতভাবে আরো প্রচেষ্টা নেওয়াটা গুরুত্বপূর্ণ,'' বলেছেন মাস৷

এএইচ/এসিবি (ডিপিএ/রয়টার্স)