1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা কেলেঙ্কারী: সুরিনাম এফএ নগদ অর্থ পেয়েছিল

১০ জুন ২০১১

সুরিনাম ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে,একটি হলুদ খামে তাদেরকে ৪০ হাজার ডলার দেওয়া হয়েছিল৷ ফিফার দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে তদন্তের সময় ক্যারিবীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময়ে এই কথা বের হয়ে আসে৷

https://p.dw.com/p/11XoW

ভোটের বিনিময়ে নগদ অর্থ অভিযোগ সম্পর্কিত তদন্তে মিয়ামির চেয়ে ক্যারিবীয় অঞ্চলে সাক্ষাতকার নেওয়ার ব্যপারেই একমত হয় ফিফা৷ ঐ অভিযোগেই ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদন্দ্বিতা থেকে সরে দাঁড়ান মোহাম্মদ বিন হাম্মাম৷ প্রতিদন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবার পরপরই, বিন হাম্মামকে ফিফার এথিক্স কমিটি থেকে বরখাস্ত করা হয়৷ ঐ একই সঙ্গে বরখাস্ত করা হয় কনকাকাফ প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে৷

ওয়ার্নারকে বরখাস্ত করার পরে কনকাকাফে ক্ষমতার শূন্যতা দেখা দেয়৷ কনকাকাফের বর্তমান প্রেসিডেন্ট লিসিল অস্টিনের ওপরে বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা৷ তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার চারদিন পরেই তাকে নিষিদ্ধ করা হয়৷ তবে অস্টিনকে নিষিদ্ধ করার কারণ ফিফা ব্যাখ্যা করেনি৷

এদিকে পুয়ের্তোরিকো এবং বাহামার অ্যাসোসিয়েশন ফিফাকে ইতোমধ্যেই জানিয়েছে, যে গত মাসে পোর্ট অফ স্পেনে ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের বৈঠকে তাদেরকে ৪০ হাজার ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল৷ সুরিনাম ফুটবল অ্যাসোসিয়েশনের লুইস গিসকুসও একই অভিযোগের কথা জানিয়েছেন৷ গিসকুস রয়টার্সকে বলেছেন, ‘‘ঐ উপহারের কথা আমরা ফিফাকে জানিয়েছি৷ ঐ অর্থ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে৷'' তিনি আরো জানান, ঐ অর্থ ক্যারিবীয় ফুটবল ইউনিয়ন এবং বিন হাম্মামের তরফ থেকে এসেছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী