1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদে তুরস্কের আপত্তি

১৭ মে ২০২২

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান আরও কড়া ভাষায় ফিনল্যান্ড ও সুইডেনের বিরোধিতা করেছেন৷ ‘সন্ত্রাসবাদী’-দের প্রতর্পনে এই দুই দেশের অসহযোগিতার কারণে ন্যাটোয় অন্তর্ভুক্তি চান না তিনি৷

https://p.dw.com/p/4BOLj
তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ানছবি: Yves Herman/REUTERS

ফিনল্যান্ড ও সুইডেন সামরিক জোট ন্যাটোয় যোগ দেবার উদ্যোগ শুরু করায় প্রায় সব সদস্য দেশ সন্তুষ্টি প্রকাশ করেছে৷ ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত এই সামরিক জোটকে আরও মজবুত করবে এবং রাশিয়াকে ভবিষ্যৎ আগ্রাসন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে বলে ন্যাটো মনে করছে৷ বলা বাহুল্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বিষয়টিকে ভালো চোখে দেখছেন না৷ শীতল সম্পর্কের অশনি সংকেত হিসেবে তিনি ফিনল্যান্ডে রাশিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন৷ সরাসরি বিরোধিতা না করলেও রাশিয়ার দোরগড়ায় ন্যাটোর উপস্থিতি আরও জোরালো হলে পালটা পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্তির বিরোধিতা করছে ন্যাটোর সদস্য দেশ তুরস্কও৷ সেই আপত্তির সঙ্গে বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতার কোনো সম্পর্ক নেই৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান দ্বিপাক্ষিক সম্পর্কের দোহাই দিয়ে এমন কড়া মনোভাব দেখাচ্ছেন৷ তুরস্কের ‘শত্রু' কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও গ্যুলেন গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ফিনল্যান্ড ও সুইডেন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না এবং ‘সন্ত্রাসবাদীদের' প্রত্যর্পণের লক্ষ্যে তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন এর্দোয়ান৷ ফলে তিনি এই দুই দেশের অন্তর্ভুক্তির বিরোধিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন৷ সুইডেন এর্দোয়ানের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, যে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে থাকে৷

ন্যাটোর ৩০টি সদস্য দেশ একমাত্র সর্বসম্মতিক্রমেই নতুন কোনো দেশকে জোটে অন্তর্ভুক্ত করতে পারে৷ শুধু সরকার নয়, সেই লক্ষ্যে সংসদেরও অনুমোদনের প্রয়োজন৷ ফলে তুরস্কের আপত্তি ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনিশ্চয়তার মুখে পড়ছে৷ এই দুই দেশ আঙ্কারায় প্রতিনিধিদল পাঠিয়ে অস্বস্তি দূর করার উদ্যোগ নিলেও এর্দোয়ান ‘অযথা সময় নষ্ট' না করার কথা বলেছেন৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ সপ্তাহান্তে বলেছিলেন, তুরস্ক স্পষ্ট করে দিয়েছে, যে সে দেশ মোটেই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্তির বিরোধিতা করবে না৷ সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোলুর সঙ্গে আলোচনার পর তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুরস্কের নিরাপত্তা সংক্রান্ত আপত্তির কারণ অবশ্যই বিবেচনা করা হবে৷ তবে এমন ‘ঐতিহাসিক' মুহূর্তে তিনি একজোট হবার প্রয়োজনিয়তারও উল্লেখ করেন৷ শেষ পর্যন্ত তুরস্কের আপত্তি যাতে ভেটো শক্তি প্রয়োগ পর্যন্ত না গড়ায়, সেই লক্ষ্যে ন্যাটোর মধ্যে আরও কূটনৈতিক উদ্যোগ দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷

এর্দোয়ান সরকারের অনেক কার্যকলাপই ন্যাটোর বাকি সদস্য দেশ ভালো চোখে দেখে না৷ বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের দোহাই দিয়ে কুর্দি জনগোষ্ঠীর উপর নিপিড়নের অভিযোগ সেই সংশয় বাড়িয়ে দিয়েছে৷ তুরস্কের পিকেকে এবং সিরিয়ার ওয়াইপিজি কুর্দি গোষ্ঠীকে ‘সন্ত্রাসবাদী' সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তুরস্ক৷ রোববার বার্লিনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মেভোশুলু সামরিক জোটের কিছু সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, অকারণে তুরস্ককে অস্ত্র সরবরাহ সীমিত রাখা হচ্ছে৷

এসবি/কেএম (ডিপিএ, এপি)