‘ফর্মুলা ওয়ানে' নারী হয়রানি নিয়ে প্রতিবাদের ঝড়
১২ জুলাই ২০২২গত রোববার অনুষ্ঠিত হল ফরমুলা ওয়ানের অস্ট্রিয়ান গ্রাঁ প্রি৷ সেখানে ফেরারির চার্লস লেকরেক রেড বুলের মাক্স ফেয়ারস্টাপেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন৷ কিন্তু মোনাকোর এই রেসারের বিজয়ের চেয়েও বড় হয়ে ওঠে নারী ফ্যানদের প্রতি কতিপয় পুরুষ ফ্যানের অবমাননাকর আচরণ৷ অনেক নারীকে সেখানে শারীরিক ও মানসিকভাবে হয়রানির শিকার হতে হয়৷ শুধু যৌন নয়, অনেকে বর্ণবাদের শিকারও হন৷
হেলেনা হিকস ‘ফিমেলস ইন মটরস্পোর্ট' নামের নারীদের এই খেলায় উৎসাহী করে তোলার একটি সংগঠনের প্রতিষ্ঠাতা৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘একটি ঘটনায় এক নারী ফ্যানের স্কার্ট তুলে ধরা হয়েছে৷ এটা একটা ধাক্কার মতো৷ আরো নানা রকমের হয়রানি, বর্ণবাদ এবং রঙধনুর মতো কিছু পরলে বা প্রাইড নিয়ে নানা বিদ্বেষমূলক আচরণ দেখা গেছে৷''
হিকস যোগ করেন, ‘‘এটা শুধু অস্ট্রিয়াতেই নয়, অনেক রেস সার্কিটেই এই সমস্যা৷ তবে যখনই কেউ এর প্রতিবাদে এগিয়ে আসেন, তখন বৈষম্যের শিকার নারী ও অন্যরা সাহস পান৷ এর আগেও এসব নিয়ে কথা হয়েছে৷ কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না৷ এটা একটা মূল সমস্যা৷''
এবার এসব নিয়ে সোচ্চার হয়েছেন রেসাররাও৷ ডাচ পত্রিকা টেলিগ্রাফকে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন বলেন, ‘‘এখানে যারা আসেন, তারা যেন নিজেকে নিরাপদ ভাবতে পারেন, নিজেদের এর অংশ ভাবতে পারেন৷ তাদের লিঙ্গ, যৌন বৈশিষ্ট্য, অথবা চামড়ার রঙ কী তা কোন বিষয় হতে পারে না৷ এখানে সবাই যেন একটা সুন্দর সময় উপভোগ করতে পারেন৷ যেটা হয়েছে, তা যেন আর কোথাও না হয়৷''
কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা ফরমুলা ওয়ান কর্তৃপক্ষের কাছে জানতে চায় ডয়চে ভেলে৷ জবাবে তারা বলেছে, ‘‘ঘটনাগুলো যখন আমরা জানতে পেরেছি, তখন আমরা মিডিয়ায় বিবৃতি দিয়ে বলেছি, সামনে নিরাপত্তা আরো বাড়ানো হবে এবং তা দৃশ্যমান হবে এবং আমরা সবাইকে একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছি৷''
হিকস বলেন, ‘‘এই খেলাটি শুরু থেকেই সাদাদের কর্তৃত্বে এবং তারা যে বিষয়গুলোকে সাধারণ নিয়ম ভাবেন তা গ্রহনযোগ্য নয়৷''
তিনি মনে করেন, ধীরে ধীরে এই খেলায় মানসিকতা বদলাচ্ছে৷
ইয়ানেক স্পাইট/জেডএ