1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি অস্কারের সেরা পরিচালক হলেন পোলান্সকি

২৬ ফেব্রুয়ারি ২০১১

আর মাত্র একদিন পর বসতে যাচ্ছে অস্কারের আসর৷ তাই সবাই এখন মেতে রয়েছে অস্কারকে নিয়ে৷ তার মধ্যে দিয়ে ফ্রান্সে হয়ে গেল সিজারের ঘোষণা৷

https://p.dw.com/p/10Pv7
ফরাসি অস্কার পেলেন পোলান্সকিছবি: dapd

অ্যামেরিকান ছবির সেরা পুরস্কার যেমন অস্কার, তেমনি ফরাসি ছবির সেরা পুরস্কার হিসেবে বিবেচিত হয় সিজার৷ শুক্রবার রাতে প্যারিসে সিজার অ্যাওয়ার্ড বিতরণীতে সেরা ছবি হিসেবে বিজয়ী হয়েছে ‘অফ গডস অ্যান্ড ম্যান' ছবিটি৷ নব্বই দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধের শিকার সাত ফরাসি সন্নাসীকে নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি৷ রাজধানী আলজিয়ার্সের দক্ষিণে বাস করতেন সন্নাসীরা৷ পরিচালক জাভিয়ের বিউভোয়স ছবিটিতে তুলে ধরেন কীভাবে গৃহযুদ্ধের সময় সেনাদের নির্মম হত্যাকান্ডের শিকার হন এই সাত ফরাসি সন্নাসী৷ তবে মুসলিম বিদ্রোহী ও সেনাদের হাতে সন্নাসী নিহত হওয়ার এই ছবি ফ্রান্সের আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক মহল আশংকা করছেন৷ কিন্তু পরিচালক জাভিয়ের বিউভোয়স জানিয়েছেন, মুসলমানদের নিয়ে কোন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা তাঁর উদ্দেশ্য নয়৷

এদিকে সিজার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বহুল আলোচিত পরিচালক রোমান পোলান্সকি৷ ‘দ্য ঘোস্ট রাইটার' ছবির কারণে এই সম্মান অর্জন করেন ফরাসি-পোলিশ বংশোদ্ভুত পরিচালক৷ অন্যদিকে অস্কারের দৌড়ে সামনে থাকা ছবি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক' পেয়েছে সেরা বিদেশি ছবির পুরস্কার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক