1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিক ফেরত দিন, বিনামূল্যে ট্র্রেন-বাসে ভ্রমণ করুন

২৯ অক্টোবর ২০১৮

এমনই উদ্যোগ নেয়া হয়েছে বিশ্বের কয়েকটি দেশে৷ ভ্রমণ ছাড়া কোথাও কোথাও মুভি দেখার টিকেটও মিলছে৷ ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম সম্প্রতি এমন একটি ভিডিও তৈরি করেছে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/37JXk
Leere Flasche Plastik Strand Italien
ছবি: Fotolia/fottoo

ভিডিওটিতে কয়েকটি শহর বা দেশের কথা বলা হয়েছে৷ যেমন, বলা হয়েছে বেইজিংয়ের কথা৷ সেখানে মেট্রো স্টেশনগুলোতে বিশেষ টিকেট কেনার মেশিন বসানো হয়েছে৷ সেখানে প্লাস্টিক বোতল দেয়া হলে মিলবে টিকেট৷

ইন্দোনেশিয়ার সুরাবায়াতেও প্লাস্টিক বোতল ফেরত দিলে যানবাহনে ভ্রমণের সুবিধা পাওয়া যায়৷ ইস্তানবুল আরো গুছিয়ে এনেছে বিষয়টা৷ প্লাস্টিক বোতল ফেরত দিলে তাদের মেট্রো কার্ডে ক্রেডিট জমা হয়৷ সেই ক্রেডিট দিয়ে শুধু মেট্রো নয়, তারা নানান রকমের যানবাহন ভ্রমণ করতে পারেন৷ সিডনিতে বসানো হয়েছে রিভার্স ভেনডিং মেশিন৷ সেখানে প্লাস্টিক বর্জ্য ফেরত দিলে যানবাহনই শুধু নয়, মুভি টিকেটও পাওয়া যায়৷

তথ্যবহুল এই ভিডিওটি ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম মাসখানেক আগে তাদের ফেসবুক পেজে ছেড়েছে৷ এরপর এটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ২ লাখ ৩৮ হাজারেরও বেশি বার৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান