1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপের কপালে লাগলো মাদকের কলঙ্ক

২৯ জুন ২০১১

প্রমীলা বিশ্বকাপের শুরুটা চমৎকার করলো বর্তমান ফিফা ব়্যাংকিং এর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র৷ উত্তর কোরিয়াকে ২-০ তে হারালো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা৷ অন্যদিকে নবগাত কলম্বিয়াকে ১-০তে হারিয়ে দিলো সুইডেন৷

https://p.dw.com/p/11l6f
United States' Abby Wambach is flanked by North Korea's Jon Hong Yon, left, and North Korea's Jo Yun Mi during the group C match between the United States and North Korea at the Women’s Soccer World Cup in Dresden, Germany, Tuesday, June 28, 2011. (Foto:Marcio Jose Sanchez/AP/dapd)
ছবি: dapd

ড্রেসডেনে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ম্যাচের প্রথমার্ধটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ৷ কোচ পিয়া সুন্ধাগের দলের সঙ্গে বেশ লড়ে গিয়েছে উত্তর কোরিয়ার মেয়েরা৷ দুই দলই বেশ কয়েকটি সুযোগ পায়৷ তবে তা থেকে গোল হয়নি৷ দ্বিতীয়ার্ধে নতুন কৌশল নিয়ে খেলতে শুরু করে মার্কিন দল এবং ৫৪ মিনিটের মাথায় গোল পায়৷ বা দিক থেকে ওয়ামবাখের ক্রস থেকে চমৎকার হেড করে গোল করেন লরেন চেনি৷ এরপর ৭৬ মিনিটের মাথাতে আরও একটি গোল করেন ব়্যাচেল ব্যুলার৷ সর্বশেষ আসরেও এই দুই দল মুখোমুখি হয়েছিল, তবে সেই ম্যাচটি ড্র হয়৷ এর আগের দুই আসরের দুটি ম্যাচে অবশ্য জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপে এখন পর্যন্ত জয়বঞ্চিত থাকলো উত্তর কোরিয়া৷

United States fans smile prior to the group C match between the United States and North Korea at the Women’s Soccer World Cup in Dresden, Germany, Tuesday, June 28, 2011. (Foto:Marcio Jose Sanchez/AP/dapd)
ছবি: dapd

অন্যদিকে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা কলম্বিয়ার বিরুদ্ধে স্পষ্ট এগিয়ে ছিল অভিজ্ঞ সুইডেন৷ এছাড়া কলম্বিয়ার খেলোয়াড়দের তুলনায় সুইডিশ খেলোয়াড়রা শারীরিকভাবেও ছিলো দীর্ঘদেহী শক্তিশালী৷ খেলার ৫৭ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন সুইডেনের জেসিকা লান্ডস্ট্রোম৷

এদিকে বিশ্বকাপ শুরুর মাত্র তিনদিনের মাথায় মাদকের কলঙ্ক লাগলো এতে৷ কলম্বিয়ার গোলরক্ষক ইয়েনেথ ভ্যারোনের শরীরে নিষিদ্ধ মাদকের প্রমান পাওয়ার কথা জানিয়েছে ফিফা৷ গত রোববার এই মাদক পরীক্ষা করা হয়৷ তবে ফিফা আরও জানিয়েছে, ভ্যারন চাইলে দ্বিতীয়বারের মত মাদক পরীক্ষার মুখোমুখি হতে পারবে৷ তবে তাতেও উতরাতে ব্যর্থ হলে তার জন্য শাস্তি অপেক্ষা করছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য