1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

প্রতারণার দায় স্বীকার করবে বোয়িং

৮ জুলাই ২০২৪

প্রতারণার ষড়যন্ত্রের দায় স্বীকার করতে চলেছে বোয়িং৷যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এ কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/4i18L
বোয়িং ৭৩৭ ম্যাক্স
২০১৮ সালে মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িংয়ের দুটি ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়ছবি: Elaine Thompson/AP Photo/picture alliance

২০১৮ সালে মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িংয়ের দুটি ম্যাক্স ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়৷ অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ায় মারা যান ১৮৯ জন৷ পাঁচ মাস পর ইথিওপিয়ায় বিধ্বস্ত হয় আরেকটি বিমান৷ সেই দুর্ঘটনায় প্রাণ হারান ১৫৭ জন৷

প্রতারণার ষড়যন্ত্রের দায় স্বীকার করলে দুটি দুর্ঘটনার জন্যই বোয়িং কোম্পানি দোষী সাব্যস্ত হবে এবং দোষী সাব্যস্ত হলে তাদের ২৪৩ মিলিয়ন ডলার (২২৫ মিলিয়ন ইউরো) জরিমানা হবে৷এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তাদের লাভজনক চুক্তির সম্ভাবনাও কমবে৷

যে কারণে দোষ স্বীকার

আরো কঠোর তদন্ত এবং বড় শাস্তিমূলক ব্যবস্থা এড়াতেই ইতিমধ্যে দায় স্বীকারে রাজি হয়েছে বোয়িং৷

গত মে মাসে ডিওজে জানতে পারে, ২০১৮ সালের দুই বিমান দুর্ঘটনার পর বোয়িং কর্তৃপক্ষ যে চুক্তি স্বাক্ষর করেছিল, তা লঙ্ঘন করা হয়েছে৷এ কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতো৷

মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, চুক্তি লঙ্ঘন করে বোয়িং কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন আডমিনিস্ট্রেশনের চোখে ধুলা দিয়েছে্৷ বোয়িংয়ের বিরুদ্ধে অভিযোগ, ম্যাক্স ৭৩৭ বিমানকে ধীর গতিতে চলতে সহায়তা করে এমন একটি সফটওয়্যারের বিষয়ে ফেডারেল এভিয়েশন আডমিনিস্ট্রেশনের সঙ্গে আলোচনায় তারা মিথ্যা তথ্য দিয়েছে৷ 

২০১৮ সালে দুটি বিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনের আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানায়৷ গত সপ্তাহে তাদের অনেকেই জানান, তারা মনে করছেন বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার ‘মিষ্টহৃদয়ের চুক্তি' করেছে৷ তারা আরো জানান, বোয়িং কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে তারা আদালতে যাবেন৷

ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়ায় বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি ডলার দিয়েছিল বোয়িং কর্তৃপক্ষ৷এবার প্রতারণার ষড়যন্ত্রের দায় স্বীকার করে জরিমানা হিসেবে ২৪৩ মিলিয়ন ডলার দেবে তারা৷

এসিবি/ কেএম(এপি, রয়টার্স)