1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ব সীমান্তে নিরাপত্তা অবস্থান বজায় রাখবে ইসরায়েল

২১ জানুয়ারি ২০১০

ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও অস্ত্র চোরাচালানী প্রতিরোধে পূর্ব সীমান্তে নিরাপত্তা অবস্থান অব্যাহত রাখবে ইসরায়েল, মন্তব্য নেতানিয়াহু’র৷ একইসঙ্গে তিনি আবারো ফিলিস্তিনিদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেন৷

https://p.dw.com/p/LcFp
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু (ফাইল ফটো)ছবি: AP

ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও অস্ত্র চোরাচালান প্রতিরোধে পূর্ব সীমান্তে নিরাপত্তা অবস্থান বজায় রাখবে ইসরায়েল৷ দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বুধবার এ'কথা বলেন৷ তিনি বলেন, আমাদের নিশ্চিত হতে হবে যে এই অংশ থেকে অস্ত্র পাচার রোধের একটা উপায় আছে৷ জেরুজালেমে বিদেশী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন তিনি৷

নেতানিয়াহু আরো বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনের সঙ্গে সমঝোতায় পূর্বাঞ্চলে এই নিরাপত্তা বিষয়টিও প্রয়োজন হবে৷ তবে ঠিক কি ধরণের নিরাপত্তা উপস্থিতি ইসরায়েল চাইছে তা খোলসা করে বলেননি নেতানিয়াহু৷

গত বছর ক্ষমতায় আসার পর ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত রফা প্রসঙ্গে এটাই নেতানিয়াহুর প্রথম আনুষ্ঠানিক মন্তব্য৷ মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় চালুর মার্কিন চেষ্টার সময়েই এই মন্তব্য করলেন তিনি৷ বলা বাহুল্য, বছর খানেক আগে স্থগিত হয়ে যায় মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা৷

স্বভাবতই নেতানিয়াহুর এই মন্তব্য ফিলিস্তিনিদের উত্তেজিত করতে বাধ্য৷ কারণ তারা ইসরায়েল পশ্চিম তীর দখলের আগের ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীনতা দাবি করে আসছে৷

অন্যদিকে, ইসরায়েল গত কয়েক বছর ধরে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবানন থেকে দেশটিকে লক্ষ্য করে রকেট ছোঁড়া বন্ধের চেষ্টা করছে৷ এজন্য দুটি বড় ধরণের সেনা অভিযান চালালেও এখনো হামাস এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়ে গেছে৷ আর এসবই এসেছে চোরা পথে৷

এদিকে, মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিচেল পুনরায় ঐ অঞ্চল সফরের পর নেতানিয়াহু ফিলিস্তিনিদের প্রতি সমঝোতার টেবিলে ফিরে আসার আহ্বান জানান৷ তবে, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বিষয়ে ইসরায়েলের কাছে আগে থেকে বেঁধে দেয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনার টেবিলে ফিরবে না ফিলিস্তিনিরা৷ আর তাই নেতানিয়াহু বলেন, তারা একের পর এক দাবি করে যাচ্ছে৷ তাদের স্বচ্ছতার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সমঝোতার টেবিলে হাজির হওয়া উচিত৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী