1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার ভ্যাকসিনের অপেক্ষায় দুতার্তে

১২ আগস্ট ২০২০

রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিনে অগাধ আস্থা ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের৷ দেশের সব নাগরিককে ভরসা দিতে ভ্যাকসিন সবার আগে নিজে নিতেও প্রস্তুত তিনি৷

https://p.dw.com/p/3gq8Z
ছবি: dpa

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভাষণে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট বলেন, ‘‘ভ্যাকসিন যখন আসবে, আমি প্রকাশ্যেই তা নেবো৷ গবেষণায় অংশ নিতে সমস্যার কিছু দেখি না আমি৷ (ভ্যাকসিন) আমার শরীরে কাজ করলে সবার শরীরেই কাজ করবে৷’’

দুতার্তে বলেন, রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে তার পূ্র্ণ আস্থা রয়েছে এবং সেই আস্থার কথা তিনি পুটিনকে জানাবেন, ‘‘প্রেসিডেন্ট পুটিনকে আমি বলবো, কোভিডের বিরুদ্ধে যুদ্ধে আপনারা যে কাজ করেছেন তার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে৷ আমি বিশ্বাস করি, আপনারা যে ভ্যাকসিন উৎপাদন করেছেন তা মানবজাতির জন্য খুব ভালো৷’’

দুতার্তের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার তৈরি ভ্যাকসিনের ট্রায়াল, সরবরাহ এবং অন্যান্য কাজে অংশ নিতে প্রস্তুত আছে ফিলিপাইন্স৷

ডিসেম্বর থেকে বিনামূল্যে...

দুতার্তে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন হাতে এসে যাবে বলে আশা করেন তিনি৷ ততদিনে ফিলিপাইন্স করোনামুক্ত হবে, শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি৷ এ সময় রাশিয়ার কাছ থেকে ফিলিপাইন্স বিনামূল্যে ভ্যাকসিন পাবে এমন ইঙ্গিতও দেন দুতার্তে, ‘‘তারা (রাশিয়া) আমাদের ভ্যাকসিন দিতে চায়৷ এজন্যে তারা টাকা দিতে বলেনি৷ আমার মনে হয়, প্রেসিডেন্ট পুটিন বিনা মূল্যেই আমাদের সহায়তা করতে চান৷’’

ফিলিপাইন্সে এ পর্যন্ত এক লাখ ৩৯ লাখ ৫৩৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন, করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট দুই হাজার ৩১২ জন৷

এসিবি/কেএম (রয়টার্স, ডিপিএ)

৯ আগস্টের ছবিঘরটি দেখুন...