1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের চলচ্চিত্র

৪ অক্টোবর ২০১২

এশিয়ার সেরা চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে৷ দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী পুসানে এই উৎসব চলবে দশ দিন৷ ১৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘টেলিভিশন' ছবিটি৷

https://p.dw.com/p/16Jb1
ছবি: dapd

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন তিশা, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী৷ গণমাধ্যমের খবর অনুযায়ী, উৎসবে অংশ নিতে রবিবার পুসান যাচ্ছেন ফারুকী আর তিশা৷ এদিকে, আগামী ডিসেম্বরে ঢাকা সহ সারা দেশে ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলে জানা গেছে৷ আর গানের অ্যালবাম বাজারে আসতে পারে এ মাসের তৃতীয় সপ্তাহে৷

১৭তম পুসান উৎসবে এশিয়ার তারকা অভিনেতা অভিনেত্রীরা অংশ নেবেন৷ এর মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার লি বুয়াং-হুন ও জুন জি-হুয়ান৷ রয়েছেন চীনা তারকা ট্যাঙ ওয়াই ও সেসিলা চেউঙ৷

দক্ষিণ কোরীয় ব়্যাপার পিএসওয়াই বা সাই, যিনি তাঁর ‘গাঙনাম স্টাইল' দিয়ে বিশ্ব মাতিয়েছেন, তিনি শনিবার পুসান উৎসবে উপস্থিত থাকবেন৷

উত্তর কোরিয়ার রোম্যান্টিক কমেডি ‘কমরেড কিম গোজ ফ্লাইং' ছবির তিন পরিচালককে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এদের মধ্যে একজন হলেন বেলজিয়ামের৷ আর আরেকজন ব্রিটিশ৷ তাঁরা দুজন উৎসবে অংশ নেয়ার কথা জানালেও ছবিটির উত্তর কোরীয় পরিচালক কিম গুয়াং-হুন সেখানে থাকবেন কিনা জানা যায়নি৷ পুসান উৎসবে এই প্রথমবারের মতো উত্তর কোরীয় কোনো পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য