1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের অস্থায়ী অভিবাসী শিবির উচ্ছেদ প্যারিসে

১৮ নভেম্বর ২০২০

প্যারিসে প্রায় দুই হাজার অবৈধ শরণার্থী শিবির উচ্ছেদ করেছে পুলিশ, যে শিবিরের বাসিন্দা সোমালিয়া ও আফগানিস্তানের মতো সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আসা আশ্রয়প্রার্থীরা৷

https://p.dw.com/p/3lVGJ
প্যারিসের অভিবাসী শিবির
ছবি: Christophe Petit Tesson/dpa/picture alliance

শরণার্থী শিবির উচ্ছেদকে রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা৷

মঙ্গলবার ফরাসি কর্তৃপক্ষ প্যারিসের উত্তরে একটি বিশাল অভিবাসী শিবির তুলে দিয়েছে, যে অবৈধ শিবিরটি সেন্ট ডেনিস শহরতলীর ফ্রেঞ্চ জাতীয় স্টেডিয়াম দ্য স্ট্যাড ডি ফ্রান্সের পাশেই ছিলো৷

পুলিশ জানিয়েছে, বর্তমান কোভিড -১৯ মহামারির সংক্রমণ এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শরণার্থীদের সহায়তা সংস্থা জানিয়েছে, শিবিরটিতে প্রায় দুই হাজার উদ্বাস্তুর মধ্যে শিশুসহ পরিবারও ছিলো৷ শিবিরের বাসিন্দাদের এবার রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা শরণার্থী বিষয়ক আইনজীবিদের৷ অভিবাসীরা সেই শিবিরে খুবই খারাপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন৷ উচ্ছেদ হওয়া অভিবাসী আশ্রয়প্রার্থীরা এসেছে মূলত আফগানিস্তান, সোমালিয়া, সুদান সহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল থেকে৷ তাদের থাকার আশ্রয়কেন্দ্র বা তাঁবুগুলো  ছিলো মূলত প্লাস্টিক এবং হার্টবোর্ডের তৈরি৷ কর্তৃপক্ষ অভিবাসীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের বাসে ওঠার নির্দেশ দেয়, অভিবাসীরা হুড়োহুড়ি করে বাসে উঠতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে শরণার্থীদের মধ্যে টিয়ার গ্যাস ছড়িয়ে দেয়৷ উচ্ছেদ করা শিবিরে সকলের জন্য জায়গা অপর্যাপ্ত ছিলো বলে জানান সলিডারিটি অভিবাসন সংগঠন উইলসনের স্বেচ্ছাসেবক ফিলিপ ক্যারো৷ উচ্ছেদের ফলে কিছু মানুষ রয়ে যাবে যাদের রাস্তায় ঘুমোতে হবে বলেও মনে করেন তিনি৷ গত কয়েক বছরে প্যারিসের আশেপাশে কয়েক ডজন শিবির উচ্ছেদ করেছে ফরাসি পুলিশ৷

শরণার্থী শিবির উচ্ছেদের সমালোচনা করেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকেরা৷ শরণার্থীদের মূল সমস্যার সমাধান না করেই শিবির উচ্ছেদকে একটি  রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ বলে মনে করেন তারা৷

এনএস/কেএম (ডিপিএ, রয়টার্স)

গতবছরের জানুয়ারির ছবিঘরটি দেখুন...